কোন কোন এলাকাতে জল বন্ধের সিদ্ধান্ত?
শনিবার যাদবপুর, টালিগঞ্জ, গার্ডেনরিচ, বেহালা এলাকায় পাওয়া যাবে না পরিস্রুত পানীয় জল।
কলকাতা পুরসভা সূত্রে খবর,গান্ধী ময়দান, সেন পল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী,কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন ও ক্যাপসুল পাম্পিং স্টেশন থেকে এদিন কোনও পানীয় জল সরবরাহ করা হবে না। আর এর ফলে দক্ষিণ কলকাতার একাধিক অংশ যেমন গার্ডেনরিচ, গড়িয়া, জোকা, নাকতলা, বাঁশদ্রোণী, নেতাজিনগর, আজাদগড়, গরফা, সন্তোষপুর, যাদবপুর, মোমিনপুর,বেহালা, হরিদেবপুর, চেতলা, হাজরা, গড়িয়াহাট, বিক্রমগড়, প্রিন্স আনোয়ার শা রোড সহ একাধিক এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।
কোন সময় বন্ধ থাকবে জল সরবরাহ?
শনিবার সকাল ১০টাথেকে পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। পরের দিন তা স্বাভাবিক হতে চলেছে।
কোন কোন বরো প্রভাবিত হবে?
এদিন একাধিক বরো প্রভাবিত হবে। সেগুলি হল- ৮,৯, ১০, ১১, ১২ (আংশিক), ১৩, ১৪, ১৫ এবং ১৬। ২৮ জানুয়ারি সকালের পর স্বাভাবিক হবে পরিষেবা। অর্থাৎ শনিবার দুপুর এবং বিকেলে যে জল পাওয়া যায় তা আর পাবেন না সাধারণ মানুষ। তবে শহরের অধিকাংশ এলাকাতেই পাঠানো হবে পানীয় জলের ট্যাঙ্ক, সূত্রের খবর এমনটাই।
এর পুর আধিকারিক বলেন, ‘পাইপ লাইনের কাজ থেকে শুরু করে একাধিক সংস্কার কাজ এদিন করা হবে। স্বাভাবিকভাবেই কিছু সময়ের জন্য পরিষেবা বন্ধ রাখা হবে। তবে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই জন্য জায়গায় জায়গায় পানীয় জলের গাড়ি পৌঁছে দেওয়া হবে। বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সংশ্লিষ্ট এলাকায় যাতে সাধারণ মানুষ আগে থেকে প্রস্তুত থাকে সেজন্য কলকাতা পুরসভার তরফে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। রবিবার নির্দিষ্ট সময়ে পরিষেবা স্বাভাবিক হতে চলেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই হাওড়া পুরসভার বেশ কিছু ওয়ার্ডে এক ঘণ্টার জন্য পানীয় জল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।