Purba Medinipur News : আমেরিকায় রহস্যমৃত্যু কাঁথির ইঞ্জিনিয়ারিং ছাত্রের, ২১ দিন পর ফিরল দেহ – purba medinipur kanthi engineering student mysterious death at america gone for studies


আমেরিকায় পড়তে গিয়ে রহস্যমৃত্যু ইঞ্জিনিয়ারিং ছাত্রের। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার বাসিন্দা মৃত ছাত্রের নাম বিনয় কুমার জানা। গত ৬ জানুয়ারি তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর। যদিও, মৃত্যুর পরেও তাঁর দেহ নিয়ে আসা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। অবশেষে কাঁথির সাংসদ শিশির অধিকারীর উদ্যোগে দেহ এল বাড়িতে। কান্নার রোল পরিবারে।

আমেরিকায় পড়তে গিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যুর ১৮ দিন পর ফিরল দেহ। কাঁথির সাংসদ শিশির অধিকারীর সহযোগিতায় ভারত সরকার ও আমেরিকার যৌথ উদ্যোগে মৃত পুত্রের দেহ ফিরে পেলেন বাবা। চূড়ান্ত শোকের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পরিবারে। শনিবার দেহ এসে পৌঁছয় পরিবারের কাছে।
পরিবার সূত্রে খবর, বিনয় কুমার জানা বয়স ২৬। বাড়ি রামনগর থানার পিছাবনীর সটিলাপুর এলাকায়। তিনি আমেরিকায় নাস মিলে ইঞ্জিনিয়ারিং এ পাঠারত ছিলেন। গত 6 জানুয়ারি তার মৃত্যু হয়। পরিবারের লোকজন সেই ঘটনা ১১ই জানুয়ারি জানতে পারেন। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা এখনও পর্যন্ত কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছেন পরিবারের লোকজনেরা।

গত ৪ জানুয়ারি বিনয়ের জন্মদিন অনুষ্ঠান ছিল। সেখানে তার বন্ধু-বান্ধবরা কেক নিয়েও জন্মদিন অনুষ্ঠান পালন করেছে বলে জানা গিয়েছে। কিন্তু ৬ জানুয়ারি হঠাৎ তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকেরা ১১ই জানুয়ারি ফোনের মারফতে জানতে পারেন যে বাড়িতে ওই ছাত্র ভাড়া থাকতেন সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের কথায়, ২৭শে জানুয়ারি বিনয়ের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বিনয়ের নিথর দেহ ফিরল তার বাড়িতে আজ সকালের ভোরে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং স্থানীয় প্রধান সচিদানন্দ জানা ও গৌতম জানা সহ স্থানীয়দের উদ্যোগে ফিরিয়ে আনা হয় দেহ। মৃত ছাত্রের বাবা, বিমল কুমার জানা জানান, স্থানীয় লোকজন না থাকলে হয়তো মৃত ছেলের মুখটাই দেখাই হতো না। আজ ভোরে তাঁর মৃতদেহ এসে পৌঁছায় বাড়িতে পরে দীঘায় তার শেষকৃত্য করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি গৌতম জানা বলেন, ‘এটা খুব দুঃখজনক ঘটনা। তবে স্থানীয় প্রধানের সহযোগিতায় তাঁরা। এই মৃতদেরকে ফিরে পেলেন। সাংসদ শিশির অধিকারীকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তবে ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যুতে শোকাহত গোটা এলাকার বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *