Bankura News : সেতু থেকে ঝুলছে বাস! ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায়, বরাতজোরে প্রাণরক্ষা ৬০ যাত্রীর – bus accident on silabati river bridge at bankura to jhargram state high way


বরাতজোরে প্রাণে রক্ষা পেলেন ৬০ জন বাস যাত্রী। বাস চালকের তৎপরতায় সাক্ষাৎ মৃত্যু মুখ থেকে ফিরে এলেন তাঁরা। ঘটনা বাঁকুড়া জেলার সিমলাপালে। অন্য গাড়িকে পাশ কাটাতে গিয়ে শিলাবতী নদীর উপর ব্রিজের উপর গার্ডওয়াল ভেঙে ঝুলে পড়ে বাসটি। চালক কোনওরকমে বাসটিকে দাঁড় করান। ঝুলন্ত অবস্থায় বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। কোনও হতাহতের খবর নেই।

চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন দূর্ঘটনাগ্রস্ত একটি বাসের প্রায় ৬০ জন যাত্রী। জানা গিয়েছে, রবিবার দুপুরে সিমলাপাল শিলাবতী নদীর উপর সেতুতে ঘটে এই ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে একটি বেসরকারী যাত্রীবাহি বাস লক্ষীসাগর হয়ে খাতড়া যাওয়ার পথে সিমলাপালের শিলাবতী নদীর সেতুর কাছে একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে সেতুর গার্ডওয়াল ভেঙে পাশে বয়ে চলা নদীর দিকে বেশ কিছুটা এগিয়ে যায়।

চালক দ্রুততার সঙ্গে বাসটিকে ওই জায়গাতেই দাঁড় করিয়ে ফেলে। আরেকটু হলেই বাসটি ব্রিজ থেকে নিচে নদীতে পড়ত। যদিও কোনওরকমে বাসটি ঝুলে পড়ার পরে
আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিমলাপাল থানার পুলিশ। শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। তবে দিনের ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনার জেরে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।

স্থানীয় মানুষের দাবি, রাজ্য সড়কের উপর সিমলাপালে নদীর এই সেতু দীর্ঘদিনের পুরনো। সেতু অত্যন্ত সরু হওয়ায় প্রায়শই ছোটো বড় দুর্ঘটনা ঘটে। অবিলম্বে এই সেতুর পরিবর্তে নতুন সেতুর দাবিতে সরব এলাকার মানুষ। বাসের এক যাত্রী জানান, বাসটি ব্রিজের উপর উঠেই একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে ব্রিজের ধারের দিকে চলে যায়। ব্রিজের গার্ডওয়াল ভেঙে কিছুটা ঝুলে যায় বাসটি। বাসের কিছুটা অংশ ঝুলেছিল। বাসের সকল যাত্রী আতঙ্কে চেঁচামিচি করতে শুরু করেন।

Car Accident: বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপদ! বিশ্বের প্রথম গাড়ি দুর্ঘটনা কোথায়? জেনে নিন
যদিও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারা। বাস থেকে এক এক করে সব যাত্রীকে নামিয়ে নিয়ে আসা হয়। কোনও যাত্রী সেভাবে আহত হননি বলে জানতে পারা গিয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সেতুটি যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করা উচিত। সংস্কার না করা হলে আগামী দিনে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারেন বলেই দাবি এলাকাবাসীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *