Bhatpara Police : ভাটপাড়া উৎসবে মঞ্চেই নৃত্যশিল্পীর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে এখনও ধন্দে পুলিশ – bhatpara police are still unknown about reason of dance artist death at bhatpara utsav


ভাটপাড়া উৎসবে নাচের অনুষ্ঠান যোগ দিতে পেরে খুশি ছিল সজল বারুই। নিজের ড্যান্স গ্রুপের সঙ্গে বিভিন্ন জেলায় নৃত্যশিল্পের আরাধনায় মেতে থাকতো সজল। বড় হয়ে নামী নৃত্য শিল্পী হওয়ার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু, ভাটপাড়া উৎসবের সেই অনুষ্ঠানটাই যে তাঁর জীবনের শেষ প্রদর্শনী মঞ্চ হবে, ভাবতে পারেননি পরিবারের লোকজন। কিন্তু, সজলের মৃত্যু হল কী ভাবে? সেটা রহস্য থেকে গেল পরিবারের কাছে। তদন্ত চালাচ্ছে বলে জানাল পুলিশ।

মৃতের পরিবারের দাবি, গত বৃহস্পতিবার নাচ চলাকালীন স্টেজের পাশেই দাঁড়িয়েছিলেন সজল বারুই। নাচের অনুষ্ঠানের মাঝেই হঠাৎ ইলেকট্রিক শক খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল। এমনকি বিদ্যুৎপৃষ্ট সজলকে ধরতে গিয়ে তড়িতাহত হন তাঁর শিক্ষকও। এরপরেই সজলকে দ্রুত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া গেলেও আর বাঁচানো যায়নি সজল বারুইকে।

পরিবারের দাবি, অনুষ্ঠানের উদ্যোক্তাদের গাফিলতি ছিল। সেই কারণে মঞ্চের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয় মরতে হয়েছে তাঁদের পরিবারের প্রতিভাবান ছেলেকে। অনুষ্ঠান উদ্যোক্তাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। পরিবার সূত্রে জানা গিয়েছ,রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন সজল। তাঁর বাড়ি নদিয়ার কল্যাণী পুরসভার ১নং ওয়ার্ডে। ছেলের মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছে গোটা পরিবার।
এদিকে, ভাটপাড়া থানার পুলিশের বক্তব্য, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করলে তদন্ত চলছে। ভাটপাড়া থানার ওসি অনুপম মণ্ডল জানান, এখনও পর্যন্ত দেহের ময়না তদন্তের মেডিক্যাল রিপোর্ট এসে পৌঁছয়নি। সেটা আসলেই বলা যাবে ওই যুবকের কী ভাবে মৃত্যু হয়েছে। তবে সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

Bhatpara Utsav 2024 : নাচের অনুষ্ঠানের পরেই আচমকা লুটিয়ে পড়লেন যুবক, ভাটপাড়া উৎসবে রহস্যমৃত্যু নৃত্যশিল্পীর
তবে মৃতের বাবা, সমীর বারুই জানান, আমার ছেলেকে মেরে ফেলেছে এইটুকু বলতে পারি। ও বিদ্যুৎপৃষ্ট হয়েই মারা গিয়েছে। এখানে অনুষ্ঠান উদ্যোক্তাদের গাফিলতি ছিল। এরপর পুলিশ তদন্ত করে কী বলবে আমরা জানি না। আদৌ পোস্টমর্টেম রিপোর্ট কী জানানো হবে আমরা জানি না। তবে সবাইকে এই অনুষ্ঠানে ডেকে এরকম ব্যবস্থা করা হল, যে কারণে আমার ছেলেটাকে মরতে হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *