CPIM West Bengal : শুভেন্দু গড়ে লাল ঝড়! সমবায়ের ভোটে বাজিমাত কাস্তে-হাতুড়ির, পিছিয়ে TMC-BJP – cpim party candidates won in co operative society election at tamluk purba medinipur


লোকসভা নির্বাচনের আগে পালে হাওয়া লাগল সিপিএমের। পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় নির্বাচনে বামেদের থেকে অনেকটাই পিছিয়ে পড়ল যুযুধান দুই পক্ষ তৃণমূল-বিজেপি। নির্বাচন জেতার পর আনন্দে মেতে উঠলেন বাম সমর্থিত কর্মী, সমর্থকরা।

কী জানা যাচ্ছে?

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় নির্বাচনে বামেদের জয়। শাসক দলের চোখ রাঙানির মাঝেও সমবায় নিজেদের দখলেই রাখল বামেরা। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় নির্বাচনে জয়লাভ বামেদের। ধারে কাছে আসতে পারল না তৃণমূল কংগ্রেস এবং বিজেপি।

সমবায়ের ফলাফল কী?

রবিবার সমবায়ের শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর সমবায় নির্বাচনে অনুষ্ঠিত হয়। শান্তিপুর সমবায় সমিতি নির্বাচনের মোট আসন ৫৪টি। যার মধ্যে বাম ২৬টি, তৃণমূল ১৬টি, বিজেপি ১০টি এবং নির্দল ২ টি আসনে জয়লাভ করেছে। বোর্ড পরিচালনার দায়িত্ব মানুষ পুনরায় বামেদের উপর। এদিন প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি বোর্ড গঠনের নির্বাচন হয়। বোর্ডের মোট আসন ১৮ টি। বাম ১০টি, তৃণমূল -৩টি, বিজেপি -৩ এবং ২টি অমীমাংসিত।

কী বলছে সিপিএম?

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সমবায় বামেদের দখলে। আবার ভোটাররা বামেদের হাতে সমবায় পরিচালনের দায়িত্ব তুলে দেয়। তবে শাসকদলের কাছ থেকে বেশ কয়েকটি আসন ছিনিয়ে নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। স্থানীয় বাম নেতা স্নেহাশিস ঘরা জানান, ২০১৩ সালে এখানে যখন ভোট হয়েছিল, সেখানে সব আসনে বাম এবং প্রগতিশীল পার্টির সদস্যরা আসন জিতেছিল। এরপর ২০১৮ সালে ভোট করানো যায়নি। সমবায়ের আর্থিক অবস্থা ভাল না থাকার জন্য সর্ব দল থেকে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করে সমবায় চালানো হয়। তবে এবারের সমবায় নির্বাচনে ভোট হওয়ায় পর ফের জয়যুক্ত হলেন তাঁরা।

SFI West Bengal State Secretary : ‘গীতা-চণ্ডী পাঠের বদলে রাজ্যে সহজপাঠ বেশি প্রয়োজন’, গোল সেট করলেন SFI-এর নয়া রাজ্য সম্পাদক দেবাঞ্জন
তবে বিজেপি নেতৃত্বরা জানান, তাদের প্রতিনিধি আগের থেকে বেড়েছে। ফলে আমাদের অনেকটায় জয় বলে মনে করছি। কয়েকদিনের মধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষনা হয়ে যাবে তার আগে শাসকদলের এই ফলাফলে রাজ্য রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, দীর্ঘ চল্লিশ বছরে এখানে বামেরা জিতে এসেছে। এবার আমরা প্রথম খাতা খুললাম। বামদের সঙ্গে লড়াই করে ১৬টি আসন পেয়েছি। আগামী দিনে আরও ভালো ফল হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *