INDIA Alliance : রাজ্যে অনিশ্চিত INDIA জোটের ভবিষ্যৎ! কোন পথে ঘুঁটি সাজাচ্ছে ISF? মুখ খুললেন নওশাদ – nawsad siddique isf mla reaction on congress and tmc relation in india alliance


রাজ্যে ইন্ডিয়া জোট নিয়ে জট অব্যাহত। রাজনৈতিক পর্যবেক্ষেকদের অনেকেই মনে করছেন এখনও পর্যন্ত বাংলায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে। জোটের এই পরিস্থিতির জন্য তৃণমূলের একাংশ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে দায়ী করেছেন। আবার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নেওয়ার জন্য যেমন আহ্বান জানিয়েছেন, তেমনই বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূলনেত্রীর যে গুরুত্ব সেটিও উল্লেখ করেছেন। এরই মাঝে রবিবার ফের রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি। পাশাপাশি এদিন থেকেই উত্তরবঙ্গ সফর মমতা বন্দ্যোপাধ্যায়েরও। সেক্ষেত্রে আগামী কয়েকদিন উত্তরবঙ্গেই নজর থাকছে রাজনৈতিকমহলের।

এদিকে জোটের জট যখন অব্যাহত ঠিক সেই সময় নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। একটা সময় নওশাদ বলেছিলেন, তৃণমূল জোটে থাকলে তাঁরা থাকবেন না। সেক্ষেত্রে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে রাজ্যে ইন্ডিয়া জোট মেনে চলা হবে কি না, বা আদতেও কংগ্রেস-তৃণমূলের গাঁটছড়া হবে কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আর যদি বাস্তবেই জোটে তৃণমূল না থাকে, তাহলে কি সেখানে যোগ দেবে আইএসএফ?

এর প্রেক্ষিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘আমাদের অবস্থান আগে যেটা ছিল, আজকেও সেটাই আছে। টালমাটাল পরিস্থিতি বলে আমি ঢুকে যাব, তেমনটা নয়। সমাজব্যবস্থা পরিবর্তনের লক্ষে রাজনীতির ময়দানে এসেছি। তৃণমূল আছে বা না আছে, সেই বুঝে ঢুকে গেলাম, ওরকম ব্যাপার নয়।’ তবে তৃণমূল শেষ পর্যন্ত না থাকলে, তখন বিষয়টি দলের অন্দরে আলোচনা করে দেখা হবে বলেই ইঙ্গিত দেন আইএসএফ বিধায়ক।

একইসঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়েও মুখ খোলেন নওশাদ সিদ্দিকি। নওশাদ বলেন, ‘৪২টি আসনে প্রার্থী দেওয়ার মতো সেই জায়গায় সংগঠন পৌঁছয়নি। প্রার্থী দিয়ে হাসির খোরাক হব, প্রার্থী দিলাম, জামানত বাজেয়াপ্ত হল, ওই সমস্ত জায়গায় আমরা প্রার্থী দেব না। যে সমস্ত জায়গায় আমরা লড়াই করতে পারব, কনটেস্ট করতে পারব, সেই সমস্ত জায়গাতেই আমরা প্রার্থী দেব।’ তবে ঠিক কতগুলি আসনে তাঁরা প্রার্থী দেবেন সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি নওশাদ।

অন্যদিকে নিজের ভোটে লড়ার বিষয়ে বলতে গিয়ে নওশাদ ফের একবার বলেন, ‘আমার ইচ্ছা আছে, আমি ডায়মন্ডহারবার আসন থেকে লড়াই করব। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে কালীঘাটে পাঠাব এবং মানুষের দোয়া, আশীর্বাদ, ভোট নিয়ে আমি সংসদে যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *