Suvendu Adhikari News : ‘…রেডি রেখেছি’, নীতীশের ‘ইন্ডিয়া প্রস্থান’ নিয়ে মমতার প্রসঙ্গ টেনে কটাক্ষ শুভেন্দুর – suvendu adhikari bjp leader reaction on nitish kumar exit from india alliance


বিহারের রাজনীতিতে ফের বদল-ইস্তফার ‘হ য ব র ল’। RJD-র সঙ্গ ফের এবার ত্যাগ করলেন নীতীশ কুমার। সকাল সকাল তিনি রাজভবনে গিয়ে দিয়ে এসেছেন ইস্তফাও। পাশাপাশি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসার কথাও ঘোষণা করেছেন তিনি। এরপরেই জাতীয় রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে।

এবার ইন্ডিয়া জোটের ‘ছন্নছাড়া দশা’ নিয়ে কটাক্ষের সুর শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে। রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।

সেখানেই নীতীশের অবস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা দলের জাতীয় স্তরে দায়িত্বে যাঁরা রয়েছেন এবং বিহারে যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরা দেখছেন। যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হবে ততক্ষণ এই নিয়ে কোনও মন্তব্য না করাই ভালো। তবে বারবার বলব যে কোনও সুস্থ মাথার মানুষ যাঁরা রাজনীতি এবং মানুষের সঙ্গে থেকে কাজ করতে চান, তাঁদের নরেন্দ্র মোদীর সঙ্গে এসে কাজ করতে হবে।’

এরপরেই তৃণমূলকে নিশানা করে তাঁর কটাক্ষ, ‘নীতীশ কুমার তৃণমূলে প্রত্যাবর্তন করলে নবান্নতে মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব এবং নীতীশ কুমারের সাংবাদিক বৈঠকটা ছাড়ব, রেডি করে রেখেছি।’ উল্লেখ্য, ২০২৩ সালে নভেম্বর মাসে লালুপ্রসাদ যাদব ও তাঁর পুত্র তেজস্বী যাদব কলকাতায় এসেছিলেন।

পাশাপাশি এদিন নিয়োগ নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টে প্যানেল জমা পড়লেই তৎপরতা? ২০১৭ সালের TET পাশ করারা কি চাকরি পেয়েছে? ২০২২ সালে TET পাশ করেছে, তারা চাকরি পেয়েছে? লাভটা হয়েছে ১৫০ টাকার যে ফিস তা ৫০০ টাকা করা হয়েছে। বেকারদের থেকে ২৭ কোটি টাকা তোলা হয়েছে। ২ কোটি টাকা পরীক্ষায় খরচ হয়েছে। ২৫ কোটি টাকা সুপ্রিম কোর্টের দামি দামি আইনজীবীদের ফিস দিতে খরচ করা হয়েছে।’

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের বেকারদের থেকে কার্যত চাঁদা তোলা হয়েছে। ২০২২ সালে TET-এ আবেদনকারী ছিল ১০ লাখ, ২০২৩-এর TET-এ আবেদনকারী ছিল সাড়ে তিন লাখ। চাকরি যে পাবে না তা ধরে ফেলেছে।’

Mallikarjun Kharge On Nitish Kumar : ‘মমতা-ইয়েচুরি-লালুর সঙ্গে কথা বলেছি’, নীতীশ INDIA ছাড়ার জল্পনা নিয়ে মুখ খুললেন খাড়গে
তবে এদিন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির দ্বন্দ্ব প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের উপর আমাদের সকলের ভরসা রয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *