শেখ শাহজাহানকে নিয়ে ইতিমধ্যেই অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে। একদিকে, তৃণমূলের প্রথম সারির নেতা ফিরহাদ হাকিম যখন, শেখ শাহজাহান অন্যায় করছেন বলে সরাসরি দায়ী করছেন, অন্যদিকে, দলের আরেক মন্ত্রী অখিল গিরি দাবি করছেন, শেখ শাহজাহান নাকি রাজ্যের বাইরে গিয়েছেন চিকিৎসা করাতে। এমনকি, ইডির কাছ থেকে সমনের কারণে সময় চেয়ে নিতে পারেন বলেও দাবি করেন তিনি। তবে শেখ শাহজাহানের আজ পর্যন্ত কোনো পাত্তা নেই।
তবে এরই মাঝে এবার দলের পঞ্চায়েত সদস্যকে নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে, সেদিনের ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার নিন্দা করে অভিষেক বলেন, ‘ঘটনাটা অনভিপ্রেত। না হলেই ভালো হতো।’ পাশাপাশি, শেখ শাহজাহান সম্বন্ধে তাঁকে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘শেখ শাহজাহান সেদিন বাড়িতে ছিল কিনা আমার জানা নেই।’ তবে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনাটি তদন্ত সাপেক্ষে। আদৌ সেই ঘটনা শেখ শাহজাহান নিজে ঘটিয়েছেন কিনা সে ব্যাপারে সন্দেহ করেন দলের সেনপতি। অভিষেক বলেন, ‘কে এই ঘটনা ঘটিয়েছে, তদন্ত না করে বলা যাবে না। কে করেছেন, আমি জানি না, আমি জ্যোতিষ নই।’
সোমবার, ২৯ জানুয়ারি ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল শেখ শাহজাহানকে। বাড়িতে একটি সমন সাঁটিয়ে দিয়ে এসেছিলেন ইডি আধিকারিকরা। সোমবার সকাল থেকে বিষয়টি নিয়ে চর্চা শুরু হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি ইডি অফিসে হাজিরা দেননি। এমনকি, তাঁর প্রতিনিধি হিসেবে কেউ এদিন হাজির ছিলেন না। ফলত, শেষ পর্যন্ত শাহজাহান কোথায় এবং আদৌ আত্মসমর্পন করবেন কিনা সে বিষয়ে ধোঁয়াশা রয়েই গেল।