Kolkata Metro : নয়া ইতিহাসের পথে মেট্রো, চালকবিহীন স্বয়ংক্রিয় পদ্ধতির ট্রায়াল রান সফল – kolkata metro has completed successful trial run of automatic train operation system in east west corridor


অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালকবিহীন মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হল ইস্ট-ওয়েস্ট করিডোরে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ২ রাউন্ড ট্রায়াল রান চালান হয়। সর্বোচ্চ ৭৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলে ট্রায়াল রান। ইস্ট-ওয়েস্ট করিডোরে রয়েছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম (CBCTC)। এতে রয়েছে অটোমেটিক ট্রেন প্রোটেকশন, অটোমেটিক ট্রেন অপারেশন ও অটোমেটিক ট্রেন সুপারভিশনের সুবিধা।

মেট্রোর তরফে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ট্রায়াল রানের সময় স্বয়ংক্রিয় ব্রেক, মোটোরিং এবং নির্দিষ্ট গতির মধ্যে ট্রেন থামানোর মতো বিষয়গুলি পরীক্ষা করে দেখা হয়। এছাড়াও ট্রেনের সঠিক পাশের দরজা কুলছে কি না, বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ঠিকভাবে কাজ করছে কি না, সেই বিষয়গুলিও এদিন পরীক্ষা করে দেখা হয়। এই ট্রায়াল রান সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ার জন্য আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।

তবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার, এদিনের ট্রায়াল রান স্বয়ংক্রিয় পদ্ধতিতে হলেও যেকোনওরমক বিপদ সামাল দেওয়ার জন্য সম্পূর্ণ রুটেই কেবিনে উপস্থিত ছিলেন মোটরম্যান। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর তরফে আগেই জানান হয়েছিল যে, অটোমেটিক সিস্টেম অপারেশন পদ্ধতিতে বাণিজ্যিকভাবে মেট্রোর পরিষেবা শুরু হলেও চালকের কেবিনে মোটরম্যান উপস্থিত থাকবেন। যদিও মেট্রো চালানোর ক্ষেত্রে তাঁর কোনও ভূমিকা থাকবে না। যাত্রীদের মানসিক আস্থা যাতে অটুট থাকে সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানান হয় মেট্রোর তরফে।

প্রসঙ্গত, মেট্রোয় মাঝে মধ্যেই ঘটে যায় আত্মহত্যার মত ঘটনা। তাই ইস্ট-ওয়েস্ট করিডরে আত্মহত্যা রুখতে স্টেশনগুলিতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বসায় মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মে মেট্রো থামার পর যাত্রীদের ওঠানামার জন্য রেকের দরজার সঙ্গে তাল মিলিয়ে স্ক্রিন ডোরগুলিও খোলা এবং বন্ধ হয়। আর ATO পদ্ধতিতে যেহেতু মেট্রো চলবে স্বয়ংক্রিয়ভাবে, সেহেতু প্রতিটি বিষয়ে খুঁটিয়ে পরীক্ষা করা বিশেষ প্রয়োজন বলেই মত মেট্রো কর্তাদের।আর সেই কারণে এদিন রেকের দরজা ও স্ক্রিন ডোরগুলির খুঁটিনাটিও খতিয়ে দেখা হয়।

এককথায় বলতে গেলে শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে আরও ভালো পরিষেবা দিতে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ করছে মেট্রো কর্তৃপক্ষ। পরিষেবাকে আরও উন্নত করার চেষ্টা চালান হচ্ছে। সেক্ষেত্রে এবার খুব তাড়াতাড়িই এই রুটে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হবে বলেই আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *