Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথীতে অপারেশনের পরেও টাকা নিল নার্সিংহোম – durgapur rajbandh nursing home accused of taking money after surgery with swasthya sathi card


এই সময়, দুর্গাপুর: স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করার পরেও রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত ৩১ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠল রাজবাঁধ এলাকার একটি নার্সিংহোমের বিরুদ্ধে। রোগীর পরিবারের অভিযোগ, বিল চাওয়া হলেও নার্সিংহোম কর্তৃপক্ষ কোনও বিল দেননি। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মহকুমাশাসকের দপ্তরে অভিযোগ করেছেন রোগীর পরিবারের লোকেরা।

অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। গলব্লাডার স্টোন অপারেশনের জন্য কয়েকদিন আগে রাজবাঁধের ওই নার্সিংহোমে অন্ডাল থানার গুলজারবাগ এলাকার বাসিন্দা কাজি আনোয়ার হোসেনকে ভর্তি করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় ভর্তির পর সেখানে তাঁর অস্ত্রোপচারও করা হয়। অভিযোগ, চিকিৎসার সম্পূর্ণ খরচ স্বাস্থ্যসাথী কার্ডে মঞ্জুর হওয়া সত্ত্বেও আনোয়ারের পরিবারের থেকে দু’দফায় মোট ৩১ হাজার টাকা নিয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ।

আনোয়ারের স্ত্রী পারমানা খাতুন বলেন, ‘নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডের বিল দিচ্ছে। কিন্তু নগদ যে টাকা নিয়েছে সেই বিল দিচ্ছে না। তা ছাড়া অপারেশনও সঠিক ভাবে হয়নি৷ আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমার স্বামীকে এখান থেকে ছুটি করে সোমবার হায়দরাবাদ নিয়ে যাব।’

Swasthya Sathi : অর্থপেডিক অপারেশন স্বাস্থ্যসাথীতে
সম্প্রতি বর্ধমানের সভা থেকে স্বাস্থ্যসাথী কার্ডে অনিয়ম হলে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও কীভাবে রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হলো? এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি নার্সিংহোমের কর্ণধার সুদর্শন চক্রবর্তী। তবে অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তিনি। বলেন, ‘কী কারণে টাকা নেওয়া হয়েছে এবং কে নিয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *