আসানসোলের এক ম্যারেজ হলে রাত ১২টা নাগাদ তারস্বরে বাজছিল ডিজে। সঙ্গে রয়েছে শব্দবাজির দাপট। স্থানীয়দের অভিযোগ পেয়ে বিয়েবাড়িতে ডিজে বন্ধ করতে গেলেন স্বয়ং থানার ওসি। এমনকী ওই ম্যারেজ হল ও ডিজের মালিককে ডেকে আইনি ব্যবস্থাও নেন তিনি। বারবার মাইকিং করে পুলিশের তরফে ডিজে বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু লাভ হয়নি তাতে। তবে এ দিনে পুলিশের ভূমিকায় খুশি এলাকার মানুষরা।
Source link
