Abdul Karim Chowdhury : মঞ্চে পাশে ডেকে বসালেন মমতা, অভিমান গলে জল করিমের – islampur tmc mla abdul karim chowdhury pleased as mamata banerjee greeted him specially at raiganj rally


‘করিম দা, আমার করিম দাই। তিনি আমার সিনিয়র লিডার!’ ভরা সভায় ‘প্রবীণ’ নেতাকে কাছে ডেকে নিলেন দলনেত্রী। বসালেন মঞ্চে নিজের পাশে। ‘অভিমান’ গলে জল সেখানেই। প্রবীণরা যে দলে ব্রাত্য নয়, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন নেত্রী মমতা। মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সভায় গিয়ে সেটা বুঝিয়ে দিলেন আরেকবার। দলনেত্রীর ডাক পেয়ে আপ্লুত ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীও।

মঙ্গলবারের এই সভার পর ক্ষোভ কি প্রশমিত হল? তৃণমূলের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরী অবশ্য মানছেন সেটাই। দীর্ঘ পাঁচ বছর পর ডাক পেয়ে খুবই খুশি দীর্ঘদিনের এই বর্ষীয়ান বিধায়ক। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভায় উপস্থিত ছিলেন জেলার সমস্ত বিধায়ক সহ জেলা নেতৃত্ব। ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী প্রথমে সভামঞ্চে উপস্থিত থাকলেও তিনি অনেকটা দূরত্বেই ছিলেন মুখ্যমন্ত্রী থেকে।

কিন্তু পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী সভাম মঞ্চে ওঠার পর বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে পাশে ডেকে নেন। দীর্ঘদিন পরে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন মুখ্যমন্ত্রী বলে জানিয়েছেন আব্দুল করিম চৌধুরী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল করিম চৌধুরী বলেন, ‘ওঁর থেকে দূরে সরে ছিলাম বলে আমাকে ডেকে ওনার পাশে বসালেন। ডেকে বললেন করিম দার থেকে আমি দূরে নেই। করিমদা আমার করিমদাই! সিনিয়র লিডার উনি। ওঁকে সেই সম্মানটা আমি দিয়েই যাব।’’

আমি আমার পুরনো জায়গা ফিরে পেলাম

আব্দুল করিম চৌধুরী

দলনেত্রী যে তাঁকে এভাবে ডেকে নিলেন, কেমন লাগছে? বর্ষীয়ান নেতা বলেন, ‘খুবই ভালো লাগছে। আমি আমার পুরনো জায়গা ফিরে পেলাম।’ উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল এবং ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের দ্বন্দ্ব চলছিল। বহুবার তা প্রকাশ্যে চলে এসেছে। এই দ্বন্দ্বের জেরে গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীও দাঁড় করিয়েছিলেন করিম চৌধুরী। পাশাপাশি মাঝেমধ্যেই দুই পক্ষের অনুগামীদের মধ্যে বোমাবাজি ও গুলি চালনা থেকে শুরু করে মারামারির ঘটনাও ঘটতেই থাকে। তাই বিধায়ক আব্দুল করিম চৌধুরী নিজেকে ‘বিদ্রোহী বিধায়ক’ হিসেবেও ঘোষণা করেন।

Mamata Banerjee News : ‘ডিম-মাছ-মাংসের দোকান গুঁড়িয়ে দিয়েছে,’ খাদ্যাভ্যাস নিয়ে বিজেপিকে তোপ মমতার
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তিনি রায়গঞ্জ স্টেডিয়ামে প্রশাসনিক সভা মঞ্চে উপস্থিত হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে আপ্লুত হন তিনি। তাই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রীতিমতো মমতাস্তুতি করেন। পাশাপাশি জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হওয়া প্রসঙ্গে বলেন, ‘ওটা কানাইয়া বুঝবে। ব্লকের ব্যাপারটা জেলা সভাপতির হাতে আছে। জেলা সভাপতি ঠিক করবে যে করিমদার সঙ্গে থাকলে, বিধায়কের সাথে থাকলে ওকে কি করতে হবে। ওটা ওর হাতে আছে।’ মুখ্যমন্ত্রীর প্রতি তার অভিমান প্রশমিত হয়েছে বলেই দাবি তাঁর। তিনি বলেন, ‘আমি মমতাদিকে বললাম যে আমি অভিমানে আপনাকে অনেক কিছু বলেছিলাম, কিন্তু আপনিই আমার লিডার। ১৫ বছর আরও আপনাকে মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হবে। পশ্চিমবঙ্গে আপনার বিকল্প কেউ নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *