Darjeeling Snowfall : দার্জিলিঙে এবার তুষারপাত? অপেক্ষার প্রহর গুনছেন পর্যটকরা – darjeeling snowfall possibilities raised whereas tourists are waiting


দার্জিলিং বেড়াতে গিয়ে বরফ পড়ার মজা নিতে চাতকের অপেক্ষায় থাকেন পর্যটকরা। শীতের শেষে দার্জিলিং ম্যাল তুষারাবৃত হবে, এমন দৃশ্য কে না দেখতে চায়! অনেকটা সেরকমই সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে সন্ধ্যা সান্দাকফুর তুষারপাত হয়েছে। এবার দার্জিলিং শহরেও হোক, আশায় বুক বাঁধছেন পর্যটকরা।

মঙ্গলবার দার্জিলিং শহরের কাছে কালিপোখরিতে তুষারপাত হয়। সান্দাকফুর কাছে কালপোখরিতে তুষার পাত হওয়ায় ফিঙ্গার ক্রসড দার্জিলিঙের পর্যটকদেরও। এবার দার্জিলিং শহরও সাদা বরফে ঢাকুক, চাইছেন সকলেই। দার্জিলিং শহরে মঙ্গলবার ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। এবার শুধু তুষার পাতের অপেক্ষা।

দার্জিলিং শহর জুড়ে মরশুমের প্রথম তুষার পাত হওয়ার অপেক্ষায় সকলেই। সান্দাকফুর কাছে কালপোখরিতে তুষার পাত সেই সম্ভাবনা আরও বাড়িতে তুলেছে। ঠাণ্ডা শীতল হাওয়া বয়েছে সারাদিন ধরে। সঙ্গে রয়েছে হালকা বৃষ্টি। ঠাণ্ডায় কিছুটা জবুথবু অনেকেই। আগুন জ্বালিয়ে শীত নিবারণে ব্যস্ত থাকছেন একাকাবাসীরা। তবে এরকম আবহাওয়া বরফ পড়ার জন্য অত্যন্ত অনুকূল বলছেন অনেকেই।

প্রসঙ্গত, গত কয়েকদিন থেকেই জমাটি ঠান্ডা পড়েছে শৈল শহরে। বেশ কিছু দিন ধরে ঝিরঝিরে বৃষ্টিও হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত হাড়াকাঁপানো ঠান্ডা দার্জিলিঙে। রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে শহরাঞ্চলে। তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করেছে। কিছুদিন আগেও যদিও সান্দাকফুতে বরফ পড়েছিল। গত ২৬ জানুয়ারি দার্জিলিংয়ের সন্দাকফু, টুমলিং, মেঘমা, সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক-সহ বিস্তীর্ণ এলাকায় তুষার পাত হয়।

BJP West Bengal : রাজু বিস্তা না শ্রিংলা! টিকিট কার? গেরুয়া অঙ্কে দার্জিলিং জমজমাট
জানুয়ারি মাসের শেষের দিকে দার্জিলিঙে পর্যটক সংখ্যা নেহাত কম নয়। জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুর দিকে পর্যটক সংখ্যা ভালই থাকবে বলে জানাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। প্রবল শীতের মাঝে দার্জিলিঙের বিভিন্ন দ্রষ্টব্য জায়গা ঘুরে আনন্দ উপভোগ করছেন তাঁরা। তবে এই উচ্ছ্বাস অনেকটাই বেড়ে যেতে পারে তুষার পাত হলে। সেই কারণে দার্জিলিঙে তুষার পাতের অপেক্ষায় পর্যটন ব্যবসায়ীরাও। তুষার পাত হলে যে সেটা পর্যটকদের কাছে বাড়তি পাওনা হবে সে কথা বলাই বাহুল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *