এই বছর মেলা শুরু হয় গত ১৮ জানুয়ারি, চলবে আগামীকাল ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট ১৪ দিনের এই মেলায় এবারে ৬টি ছুটির দিন ছিল। ছুটির দিনগুলির মধ্যে ছিল ২টি শনিবার, ২টি রবিবার, আবার তেমনই ছিল ২৩ ও ২৬ জানুয়ারি। এর ফলে ওই দিনগুলিতে ব্যাপক ভিড় দেখা গিয়েছে বইমেলাতে। এইসব ছুটির দিনগুলিতে একদিকে যেমন বেড়েছে ভিড়, তেমনই বেড়েছে বইয়ের বিক্রিবাটাও।
এই বিষয়ে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানান হয়েছে, গত ২৬ জানুয়ারি বইমেলায় রেকর্ড ভিড় হয়েছিল। তবে তার চেয়েও বেশি ভিড় হয় গত রবিবার। যদিও রবিবার ঠিক কত ভিড় হয়েছে, তার হিসেব এখনও পর্যন্ত হয়নি বলেই খবর। তবে গিল্ডের কর্তরা মনে করছেন গতবারের থেকে এবারে ভিড় ও বিক্রি দুইই বাড়বে। এই প্রসঙ্গে গিল্ডের এক কর্তা জানান, অনেকেই মনে করেন মানুষ এখন মোবাইলে বেশি বই পড়েন। যদিও বইমেলার ভিড় দেখে মনে হয়, মানুষ এখনও বইয়ের টানেই মেলায় আসেন। এক্ষেত্রে গিল্ড মনে করছে, আগামীকাল মেলার শেষ দিন। প্রতিবারের মত এবারেও শেষ দিনে উপচে পড়বে বই প্রেমীদের ভিড়।
একদিক যেমন চলছে দেদার বই কেনা ও বই নিয়ে নাড়াচাড়া করা, তেমনই চলছে নতুন বই নিয়ে সেলফি তোলা। এবারের মেলা প্রাঙ্গণে অভিনব একটি সেলফি জোন করা হয়েছে। সেখানে সেলফে ঠাসা বই, আর সঙ্গে লেখা ‘আই লাভ কলকাতা বুক ফেয়ার’। সেই সেলফি জোনে মানুষ সপরিবারে, বা বন্ধুবান্ধবদের নিয়ে গিয়ে সেলফি তুলছেন। এককথায় বলতে গেলে বইমেলার এই সেলফি জোনে ছবি তোলার হুড়োহুড়ি পড়ে গিয়েছে।