Kolkata Weather Today: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে উচ্চচাপ বলয়, বুধে কোথায় কোথায় বৃষ্টি? – kolkata weather forecast till 31st january rainfall will continue till friday


শীতের দিনে বৃষ্টির ভ্রুকুটি! শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর পশ্চিমের হওয়ার বদলে বাংলায় পুবালি হাওয়ার দাপট আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। শীতের আমেজ থাকলেও নতুন করে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। ইতিমধ্যেই গতকাল রাতে শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে হয়েছে বৃষ্টি। বুধবার সকালেও কোনও কোনও জায়গায় দেখা যাচ্ছে মেঘলা আকাশ

বঙ্গোপসাগরে তৈরি হবে একটি উচ্চচাপ বলয়। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে রাজ্যে। বাড়বে পুবালি হাওয়ার প্রভাবও। ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা?
বুধবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতাতে। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার দু’এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। নদিয়া এবং উত্তর-দক্ষিণ ২৪ পরগনাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। তবে তাপমাত্রা খুব একটা কমবে না বৃষ্টিপাতের দরুন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কমার সেভাবে সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা বাড়তে পারে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

কলকাতায় বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াল এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
৩১ জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পঙে শিলাবৃষ্টি সঙ্গে উঁচু এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে ফের একবার তুষারপাতের সম্ভাবনা। এর প্রভাব দার্জিলিঙের উঁচু এলাকায় পার্বত্য এলাকায় পড়তে পারে। দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ভারতে হচ্ছে বৃষ্টি ও তুষারপাত। এর প্রভাব পড়েছে উত্তর ভারতের সমতলেও। উত্তর-পশ্চিম ভারত সহ বেশ কিছু রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতে রাজ্যগুলিতে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *