Sheikh Shahjahan News : অন্তরালে থেকেই পেপারওয়ার্ক, ইডির থেকে বাঁচতে আগাম জামিনের আবেদন শাহজাহানের – sheikh shahjahan applied for anticipatory bail in court as ed summoned him for interrogation


প্রায় ২৫ দিন অতিক্রান্ত। অন্তরালেই রয়েছেন তিনি। সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজিরা দেননি। তবে গোপনে থেকেই নিজের আগাম জামিনের জন্য আবেদন করলেন শেখ শাহজাহান। আইনজীবী মারফত জামিনের আবেদন জানান তিনি। হলফনামায় তাঁর স্বাক্ষর ছিল। অন্যদিকে, ইডি কেন সমন পাঠানো হয়েছে তার প্রমাণ দাখিল করতে কিছুটা সময় চেয়েছে আদালতে। জামিনের মামলা শনিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করেছিল ইডি। কিন্তু, সোমবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেখ শাহজাহান উপস্থিত হননি ইডি দফতরে। প্রতিনিধি মারফত কোনও বার্তাও পাঠাননি। এর মধ্যে নজর দায়রা আদালতে তাঁর আগাম জামিনের আবেদন করেন আইনজীবী জাকির হোসেন। আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে হলফনামায় সই করে দেন অন্তরালে থাকা শেখ শাহজাহান।

তবে শেখ শাহজাহানকে কেন সমন পাঠানো হয়েছে, তা তথ্য প্রমাণ সহ ব্যাখ্যা দেওয়ার জন্য এদিন আদালতে কিছুটা সময় চেয়ে নেন ইডির আইনজীবী। ইডি বক্তব্য শোনার পর আদালত এই মামলা শনিবার পর্যন্ত পিছিয়ে দেয়। ইডি জানায়, যেহেতু শেখ শাহজাহানের জামিনের আবেদন সোমবার দাখিল হয়েছে, তাই এই ব্যাপারে প্রস্তুত ছিলেন না তাঁরা। সেই কারণেই সময় চেয়ে নেওয়া হয়।

উল্টোদিকে, শেখ শাহজাহানের বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়, সেই জন্য নো-কোঅরসিভ অ্যাকশন নেওয়ার ব্যাপারে আর্জি জানানো হয় শেখ শাহজাহানের আইনজীবীর তরফে। তবে সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেয় আদালত। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকে জেরার সূত্র ধরে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি আধিকারিকরা। গত ৫ জানুয়ারি তাঁর বাড়িতে তল্লাশি চালানোর সময় ইডি আধিকারিকদের উপর আক্রমণ হয়। একাধিক ইডি আধিকারিক আঘাতপ্রাপ্ত হন। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়, মোবাইল ভেঙে দেওয়া হয়।

Sheikh Shahjahan: চিংড়ি এজেন্টদের টাকাও লোপাট করেন শাহজাহান
এই ঘটনার পরেও গত ২৪ তারিখ ফের পলাতক শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যান ইডি আধিকারিকরা। সেরকম কোনও বড় নথি না পেয়ে শাহজাহানের বাড়ির সামনে সমনের নোটিশ টাঙিয়ে দিয়ে আসেন তাঁরা। যদিও, রাজ্য পুলিশের তরফে শেখ শাহজাহানের বিরুদ্ধে তল্লাশি চালানো হলেও কোনও খোঁজ মেলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *