Vidyasagar Setu : ফের ২ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু! কোন রাস্তায় ঘোরানো হবে গাড়ি? – vidyasagar setu will be closed for two hours due to maintenance work may hamper kolkata traffic


ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য যান চলাচল সপূর্ণ বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতুতে। দুই ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখা হবে। ৩০ জানুয়ারি সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০ জানুয়ারি, রাত ১টা থেকে রাত তিনটে পর্যন্ত সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানান হয়েছে, বিদ্যাসাগর সেতুতে এই দুই ঘণ্টার জন্য সবরকম যান চলাচল বন্ধ রাখার হচ্ছে। গত নভেম্বর মাস থেকেই বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। সেই কাজের জন্যেই এই দুই ঘণ্টা সেতু বন্ধ রাখা হবে।

এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড থেকে আসা গাড়িগুলোকে গ্রেড রোড দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে যানবাহন গুলি স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরে নিতে পারে। কেপি রোড এবং জেএন আইল্যান্ড থেকে আসা গাড়ি গুলিকে ১১ ফারলং গেট থেকে হেস্টিংসয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলোকে হেস্টিংসের দিকে ঘোরানো হবে স্ট্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ধরার জন্য। কেপি রোড থেকে ঘোরা পাসের কাছে ওয়াই পয়েন্ট থেকে আসা গাড়িগুলিকে ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। দুই ঘণ্টার জন্য ঘুরপথে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। তিনটের পর থেকে যান চলাচল ফের স্বাভাবিক করে দেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগেও দফায় দফায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য শহরের এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ রাখা হয়েছিল। গত ২০ জানুয়ারি রাতের দিকে দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। সম্পূর্ণ যান চলাচল বন্ধ রাখার বাধ্যতামূলক হওয়ায় রাতের দিকেই সেতু বন্ধ রাখার সময় বেছে নেওয়া হয়।

যানজটে হয়রানি: মিটিং-মিছিল হবে নির্দিষ্ট এলাকায়?
উল্লেখ্য, গত নভেম্বর মাসের শুরু থেকেই এই সেতুর কাজ শুরু হয়েছে। হুগলি রিভার ব্রিজ কর্পোরেশনের উদ্যোগে সেতুর কেবল বদলানো, মেরামতির কাজ করা হচ্ছে। যে কারণে মাঝেমধ্যেই কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ইতিমধ্যে তিন মাস এই সেতুর কাজ সম্পন্ন হয়েছে। আরও চার মাস এই কাজ চলতে থাকবে। সেতু নির্মাণের পর থেকে এটির সার্বিকভাবে রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজ করা হয়নি। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে তাই গত বছরের শেষের দিকে এই সেতুর কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *