West Bengal Government : রাজ্যের ৪১ জন আধিকারিককে বদলির নির্দেশ, বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের – west bengal government education department officials promotion and transfer notice issued


রাজ্য সরকারের কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা ঘোষণা হয়েছে আগেই। মঙ্গলবার থেকে বর্ধিত হারে বেতন পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এর মধ্যেই রাজ্য সরকারের শিক্ষা দফতরের একাধিক কর্মচারীর পদোন্নতির ঘোষণা করা হল। মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ৪১ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অব স্কুলকে পদোন্নতি করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলার শিক্ষা দফতরের এই আধিকারিকদের পদোন্নতি করা হয়েছে।

যদিও, এই পদোন্নতির জন্য একাধিক আধিকারিকদের কর্মস্থলের জেলাও স্থানান্তরিত হচ্ছে। কোনও আধিকারিকের হুগলি থেকে হাওড়া আবার দক্ষিণ ২৪ পরগনা থেকে হুগলি স্থানাতর হচ্ছে পদোন্নতির কারণে। যদিও কবে থেকে তাঁরা নতুন জায়গায় জয়েন্ট করবেন, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। আগামী দিনে সংশ্লিষ্ট আধিকারিকদের এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের শিক্ষা দফতরের মোট ৪১ জন আধিকারিককে এই পদোন্নতির সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি

সরকারি বিজ্ঞপ্তি

উল্লেখ্য, রাজ্য সরকার মাঝেমধ্যে সরকারি আধিকারিকদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এর আগে ডিসেম্বর মাসে রাজ্য সরকার একাধিক নতুন পদ সৃষ্টি করে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ওএসডি এবং অন্যান্য ক্ষেত্রে মোট ৯২টি পদ তৈরি করা হয়। সহ সচিব হিসেবে ৩৮টি, উপ সচিব হিসেবে ৩৬টি তৈরি করার সিদ্ধান্তের কথা জানান হয়। এর পাশাপাশি যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব মোট ১০টি শূন্যপদ নতুনভাবে তৈরি করা হয়।

DA Hike News: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, মঙ্গল সকালেই বর্ধিত DA সহ বেতন ঢুকল রাজ্যের সরকারি কর্মীদের
এই পদগুলি পূরণের জন্য একাধিক সরকারি আধিকারিকদের পদোন্নতি করা হয়। সেক্রেটারিয়েট সার্ভিসে কর্মরত আধিকারিকদের পদোন্নতি করে এই শূন্যস্থান পূরণ করা হয়েছিল। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেব কর্মরত প্রার্থীরা সর্বোচ্চ যুগ্ম সচিব হিসেবে পদোন্নতির সুযোগ পেতেন। তবে নতুন এই শূন্যপদ তৈরি হওয়ার কারণে অতিরিক্ত সচিব হওয়ার সুযোগ পান। যদিও, একাধারে পদোন্নতি করা হলেও রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ মহার্ঘ্য ভাতা নিয়ে খুশি নয়। মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা। রাজ্য সরকার সম্প্রতি ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কথা জানালেও তাতে খুশি না হয় ন্যায্য মহার্ঘ্য ভাতার দাবি তুলে তাঁরা আন্দোলন চালিয়ে আসছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *