West Bengal Police : পুলিশ কর্মীদের জন্য সুখবর, ৮ সিসিএল ও ২ স্পেশ্যাল লিভ ঘোষণা সরকারের – west bengal government has allotted 8 ccl and 2 special leave for west bengal police and kolkata police


কথায় বলে পুলিশের চাকরিতে ছুটি নেই। অর্থাৎ কিনা বছরের ৩৬৫ দিন, বা বলা ভালো ২৪x৭ ডিউটি করতে হয় পুলিশ কর্মীদের। রোদ, ঝড়, জলে কর্তব্যে অবিচল থাকেন তাঁরা। দুর্গাপুজে বা অন্যান্য উৎসব পার্বনে গোটা রাজ্যের মানুষ যখন পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের নিয়ে আনন্দে মেতে ওঠেন, তখনও ডিউটিতেই ব্যস্ত থাকতে হয় তাঁদের। তারপরেও অনেক সময় ডিউটি করতে গিয়ে হেনস্থার শিকারও হতে হয় পুলিশ কর্মীদের। আবার অনেক সময় কর্তব্য পালন করতে গিয়ে ঝুঁকির মুখেও পড়তে হয় তাঁদের। কখনও বা সমাজের নিরাপত্তা বজায় রাখতে গিয়ে পরিবারের বিপদের দিনে পাশে থাকতে পারেন না তাঁরা। কিন্তু তারপরেও নিজেদের কর্তব্য নিরলশভাবে পালন করে যান পুলিশ কর্মীরা। এবার তাই পুলিশ কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের।

রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের জন্য এবার ৮ দিনের সিসিএল এবং ২ দিনের স্পেশাল লিভ বরাদ্দ করল স্বরাষ্ট্র দফতর। চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এই ছুটি নিতে পারবেন পুলিশ কর্মীরা। সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে নবান্ন। মনে রাখতে হবে, দুর্গাপুজোর সময় টানা ডিউটি করতে হয় পুলিশ কর্মীদের। সেই কথা মাথায় রেখে প্রতি বছর এই সিসিএল বরাদ্দ করে রাজ্য সরকার। পুলিশ কর্মীদের পাশাপাশি যে হোমগার্ডরা ২০২৩ সালের পুজোয় টানা সাত দিন ডিউটি করেছেন, তাঁরাও এই ছুটি নিতে পারবেন।

প্রসঙ্গত, বিশেষ বিশেষ দিন উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যে একাধিক ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলত রাজ্য সরকারি কর্মীদের সুবিধাও হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এই পরিস্থিতিতে এবার পুলিশ কর্মীদের জন্যও এই উদ্যোগ নিল রাজ্য সরকার। এর ফলে যে সমস্ত পুলিশ কর্মীরা দুর্গাপুজো বা ওই ধরনের বড় উৎসবে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেননি, তাঁরা এবার পরিজনদের নিয়ে সময় কাটানোর সুযোগ পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্যের পুলিশমহলে।

উল্লেখ্য, দুর্গাপুজোর সময় শহর কলকাতা সহ গোটা রাজ্যে উৎসবের আনন্দে মেতে ওঠেন মানুষ। রাস্তায় নামে মানুষের ঢল। দেখা যায় প্রচুর যানবাহনও। তাই সেই সময় পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়। কোথাও কোনওরকম সমস্যা বা বিশৃঙ্খলা ঘটছে কি না, সেই দিকে নজর রাখতে হয় তাঁদের। তবে এবার এই ছুটিতে পরিবার পরিজনদের নিয়ে ‘কোয়ালিটি টাইম’ কাটানোর সুযোগ পাবেন তাঁরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *