Jadavpur University: ‘আমাকে বিক্রি করে দিতে পারবে!’ যাদবপুরকাণ্ডে মৃতার ‘হাড়হিম’ আর্তি


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাদবপুরে দৃষ্টিহীন ছাত্রীর রহস্যমৃত্যু। নির্যাতনের অভিযোগে তদন্তে কমিটি গঠন। নির্যাতনের জেরেই আত্মঘাতী ছাত্রী, দাবি পরিবারের। তদন্ত চলাকালীন অভিযুক্ত ছাত্রের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা। অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন হবে, জানাল কর্তৃপক্ষ। তদন্ত চলাকালীন অভিযুক্ত ছাত্র ক্যাম্পাসে আসতে পারবে না। পরিবারের পক্ষ থেকে দুই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন, Kolkata: শহরে প্রমোটারের ভাইয়ের হাতে আক্রান্ত প্রবাসী বাঙালি, মুখ ফাটল মার্কিন নাগরিকের

এদের মধ্যে একজন এখনও ছাত্র, অন্যজন তিনি গবেষণা করছেন। আজ বিশ্ববিদ্যালয় স্থির করেছে যে এই তদন্ত যখন চলবে তখন এক অভিযুক্ত ছাত্র যে এখন হোস্টেলে থাকে সে বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে না। অন্যদিকে ছাত্রী যে বিভাগের সেই বিভাগের প্রধান তিনি জানিয়েছেন, ছাত্রীর উপর কোন মানসিক চাপ রয়েছে তা ছাত্রীটি কোনও দিনই তাদেরকে জানায়নি। 

আরও পড়ুন, Kolkata: ম্যারাথন দৌড়ে চমকে দিল সরকারি স্কুলের পড়ুয়ারা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *