Mamata Banerjee Rally : ‘বিজেপির সঙ্গে লড়াই চলবে,’ ফের একলা চলার ঘোষণা মমতার – chief minister mamata banerjee rally in malda said tmc will fight against bjp solo


ফের একলা চলোর ডাক তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল একাই লড়বে বলে মালদার সভামঞ্চ থেকে সরাসরি ঘোষণা করলেন মমতা। তিনি বলেন, ‘বিজেপির সঙ্গে আমাদের লড়াই চলবে, আমার একাই লড়ব। বিজেপকে কেউ যদি ভরতবর্ষে পরাস্ত করতে পারে, তা তৃণমূল কংগ্রেস।’ এর আগে বর্ধমানে সবার দিনও একই বার্তা দিয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে তাঁকে কিছু বলা হয়নি, এই অভিযোগ তুলে তৃণমূল নির্বাচনে একাই লড়বে বলে ঘোষণা করেছিলেন তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন জাতীয়স্তরে যা সিদ্ধান্ত হবে, তা হবে ভোটের পর।

মমতা বন্দ্যোপাধ্যায়, ‘পরপর দু’বার কংগ্রেস জিতেছে। কী করেছে? বরকতদা যখন ছিলেন কিছু করেছিলেন। বরকতদার পরিবার লড়ুক আমাদের আপত্তি নেই। কিন্তু বিজেপির সঙ্গে ফাইট একমাত্র তৃণমূলও পারবে, আর কেউ পারবে না।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বৃষ্টি হয়েছিল অসময়ে, সেই কারণে আমরা ১২৫ কোটি টাকা চাষিদের দিয়েছি। অনেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন। যাঁরা এখনও বিধবা ভাতা পাননি, যাঁরা কন্যাশ্রী পাননি, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তাঁদের আবেদনের ভিত্তিতে আরও ১৩ লাখ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। ১ পয়লা ফেব্রুয়ারি থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাথা তুলে দাড়ান, বাংলাই পথ দেখাবে দেশকে। যাঁরা দেশকে পথ দেখাতে পারে না, তাঁরা বড় বড় কথা বলে। মিথ্যের আশ্রয় নেয়। আর যাঁরা দেশকে পথ দেখাতে পারে তাঁরা কাজ করে। আমরা কথা কম বলি, কাজ করি। যাঁরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি, আমি ২ তারিখ থেকে একটা ধরনা করছি, তাঁরা সেখানে গিয়ে জড়ো হন।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘সিপিএম আমায় অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। সেই সিপিএম-কে আমি কোনওদিন ক্ষমা করব না। আর সিপিএম-এর সঙ্গে যারা ঘর করে, ওরা বিজেপির সঙ্গে ঘর করে। আমি ওদের ক্ষমা করি না। আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও বিধায়ক নেই, ২টি এমপি সিট মালদায় তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেব। বলল না, আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেব না। তুমি আগে সিপিএম-এর সঙ্গ ছাড়।’

এদিকে এদিনই মালদায় ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। এদিন রাহুল গান্ধীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। যার জেরে রাহুলের গাড়ির কাচ ভেঙে যায়। এদিন বিহারের কাটিহার থেকে হরিশ্চন্দ্রপুরে ঢোকে রাহুলের ন্যায় যাত্রা। বাংলা – বিহার সীমানায় দিল্লি দেওয়ানগঞ্জের কাছে ইটের আঘাতে রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *