Alipore Zoo : এবার থেকে সপ্তাহের এই দিনে বন্ধ থাকবে আলিপুর চিড়িয়াখানা, বড় ঘোষণা কর্তৃপক্ষের – alipore zoo will remain closed on every thursday except government holidays


তাপমাত্রা একটু ওঠা নামা করলেও, শীতের আমেজ এখনও রয়েছে আকাশে বাতাসে। গরম পোশাককে এই বছরের মত এখনও বিদায় জানাতে হয়নি। অর্থাৎ বেলার দিকে একটু আধটু গরম লাগলেও ভোরের দিকে ও সন্ধ্যার পর থেকে এখনও শরীরে অনুভব হচ্ছে হিমেল পরশ। এমনকী বেলার দিকে মিঠে রোদ পিঠে নিয়ে চলাফেরা করতেও নেহাত মন্দ লাগছে না। আর শীতকাল মানেই ঘোরাফেরা আনন্দ, পিকনিক বা ডে আউটিং।

শীতে সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির দিনে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন কিংবা প্রিয় মানুষকে নিয়ে ঘোরাফেরার মজাই আলাদা। শহর কলকাতার বুকেও রয়েছে এমনই অনেক বেড়ানোর জায়গা, যা প্রতি শীতেই পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। বিশেষত ছুটির দিনে তো কথাই নেই, বাড়তি ভিড় দেখা যায় সেই সমস্ত জায়গাগুলিতে। একেবারে পিকনিকের মেজাজে দেখা যায় সবাইে। শহরের তেমনই একটি জায়গা হল আলিপুর চিড়িয়াখান।

Alipore Zoo

আলিপুর চিড়িয়াখানার পোস্ট

প্রত্যেক বছর শীতকালেই মানুষের ভিড় দেখা যায় এই জায়গায়। যাকে বলে একেবারে, বাড়ি থেকে খাবারদাবার নিয়ে গিয়ে গোটা দিনটা চিড়িয়াখানায় অনায়াসেই কাটিয়ে ফেলেন অনেকে। আর চিড়িয়াখানা মানেই শিশুদের কাছে বাড়তি আনন্দ। বিভিন্ন ধরণের প্রাণীদের একসঙ্গে এক জায়গায় দেখে শিশুমনে আনন্দের সীমা থাকে না। খাঁচার বন্দি বাঘ, জলে ঘুরে বেড়ানো কুমির বা আরও সমস্ত প্রাণীদের দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় শিশুরা। আর শুধু শিশুরাই কেন, বড়রাও রীতিমতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন চিড়িয়াখানার একদিনের ভ্রমণ।

মাঝেমধ্যে নতুন অতিথিরাও আসে চিড়িয়াখানায়। তাই সেই সময় চিড়িয়াখানার ঘুরতে যাওয়ার আকর্ষণটা আরও যেন কিছুটা বেড়ে যায়। তবে এবার চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে করা হল বড় ঘোষণা। এবার থেকে প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে চিড়িয়াখানা। আজ পয়লা ফেব্রুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে। তবে ওই দিন সরকারি ছুটি থাকলে অবশ্য এই নিয়ম কার্যকরী হবে না। তাছাড়া পরবর্তী নির্দেশিকা পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম। আলিপুর চিড়িয়াখানার তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানানা হয়েছে। তবে ঠিক কী কারণে সিদ্ধান্ত, তা অবশ্য স্পষ্ট করে জানান হয়নি কর্তৃপক্ষের তরফে। তথ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে নেটিজেনদের পক্ষ থেকে। সেক্ষেত্রে এবার থেকে বৃহস্পতিবার বন্ধ থাকছে চিড়িয়াখানার দরজা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *