Bardhaman News : ভুয়ো পাসপোর্ট দেখিয়ে রাজ্যে প্রবেশ, ৯ বছর নিশ্চিন্তে বাস, গ্রেফতার বাংলাদেশের দম্পতি – bardhaman police arrested two bangladeshi citizens for illegal immigration


রাজ্যে অনুপ্রবেশের নিয়ে মাঝেমধ্যেই সুর চড়ায় বিরোধীরা। জাল নথিপত্র সম্বল করে সীমান্ত পেরিয়ে এই বাংলায় বাইরের দেশের নাগরিকদের প্রবেশ এবং এখানেই থেকে যাওয়ার প্রবণতা দীর্ঘদিনের। রাজ্য সরকারের বিরুদ্ধে এই নিয়ে বিষোদগার করেন বিরোধীরা। সেরকমই এবার ভুয়ো পাসপোর্ট সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হল বর্ধমান জেলায়।

জাল নথিপত্র তৈরি করে এদেশের পাসপোর্ট বানিয়ে বসবাসের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে আউশগ্রাম থানার অধীন গুসকরা বিট হাউসের পুলিশ। ধৃতদের নাম দুলাল শীল ও শোপনা শীল। বাংলাদেশের কক্সবাজারের বড় মহেশখালির ৬ নম্বর ওয়াের্ড তাদের আদি বাড়ি। বাংলাদেশের পাসপোর্টও তাঁদের রয়েছে। আউশগ্রাম থানার নেতাজিপল্লিতে তারা বর্তমানে থাকত। সেখান থেকেই বুধবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিস। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৫ ফেব্রুয়ারি ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ জানিয়েছে, দুলাল ও তার স্ত্রী শোপনা প্রায় ৯ বছর আগে এদেশে স্বপরিবারে আসে। তারা আউশগ্রামের নেতাজিপল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকত। তাদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে।

এদেশে অবৈধভাবে এসে তারা থাকতে শুরু করে। পরে তারা ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এমনকি প্যান কার্ডও পেয়ে যায়। ব্যাংকের অ্যাকাউন্টও রয়েছে তাদের নামে। ২০২৩ সালে তারা এদেশের পাশপোর্ট পেয়ে যায়। তাদের সম্পের্ক অভিযোগ পেয়ে তদন্তে নামে জেলা গোয়েন্দা দপ্তর (ডিআইবি)। তদন্তে জানা যায়, তারা বাংলাদেশি। নকল নথিপত্র তৈরি করে ভারতের ইমিগ্রেশন বিভাগের সঙ্গে জালিয়াতি করে এদেশে এসেছে।

Bardhaman Railway Station Accident: চাঙড় খসে পড়া আরএমএস অফিস মেরামতিতে তৎপরতা
ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা এদেশে আসে। পরে, এদেশের ভোটার হয়। স্বামী-স্ত্রীর নামে জমিও রয়েছে বলে জেনেছেন গোয়েন্দারা। অবৈধভাবে এদেশে অনুপ্রবেশ করা এবং তাদের বাংলাদেশি নাগরিকত্বের বিষয়ে নিশ্চিত হওয়ার পর বুধবার জেলা গোয়েন্দা দফতরের তরফে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে জাল নথিপত্র তৈরি করে প্রতারণা ও ফরেনার্স অ্যাক্টের ধারায় মামলা রুজু করেছে থানা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *