Cooch Behar News : ‘…কণ্ঠ ছাড় জোরে,’ বন্ধুকে সুস্থ করতে গিটার হাতে পথে একদল তরুণ-তরুণী – cooch behar some young people performing on street to collect money for their friend treatment


গত ২৬ জানুয়ারি মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন কোচবিহারের যুবক তুহিনাংশু সরকার। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন তিনি। চিকিৎসার জন্য দরকার প্রচুর টাকা। আর তাই বন্ধুকে সাহায্য করতে গিটার হাতে, গলায় সুর তুললেন একদল যুবক। গত কয়েকদিন ধরেই তারা এই কাজ করে আসছেন কোচবিহার শহরের বিভিন্ন এলাকায়। সেই তরুণ তরুনীদের আবেদন, বন্ধুর চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার। টাকা জোগাড় করতেই গান গেয়ে সাহায্যের আর্জি জানাচ্ছেন তাঁরা, সাড়াও মিলছে।

নার্সিংহোমে ভর্তি তুহিনাংশু
তরুণ – তরুণীরা আরও জানালেন, শহরের বাসিন্দা তুহিনাংশু সরকার কয়েকদিন আগে পথ দুর্ঘটনায় আহত হন। বর্তমানে শিলিগুড়ির একটি নার্সিংহোমে তিনি চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। সেজন্যই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। তাঁরা বলেন, ‘তুহিনাংশু আমাদের সঙ্গেই গান করতেন। ওদের আর্থিক অবস্থা ভালো নয়। তাই ওর চিকিৎসার জন্য, প্রথমে সোশ্যাল মিডিয়ায় অর্থ সাহায্য চেয়ে আবেদন জানান হয়। সেই টাকা সংগ্রহ করে তুহিনাংশুর বাবার হাতে ইতিমধ্যেই তুলে দিয়েছি। এবার আরও টাকার প্রয়োজন হওয়ায় গানকে সঙ্গী করেই পথে নেমেছি বাকি বন্ধুরা।’

ইতিমধ্যেই পরিবারকে দেওয়া হয়েছে কিছু টাকা
মূল উদ্যোক্তা অভিরূপ ভট্টাচার্য বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রায় আড়াই লাখ টাকা সংগ্রহ করে তুহিনাংশুর বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। যতদিন ও ঠিক না হবে, ততদিন শহরের বিভিন্ন ব্যস্ত এলাকা, পুরন পোস্ট অফিস পাড়া মোড়, দাস ব্রাদার্স মোড় সহ বিভিন্ন এলাকায় ঘুরে গান করে আমরা অর্থ সংগ্রহ করব।’ রাস্তায় গিটার নিয়ে সুর ধরছিলেন কোচবিহারের বাসিন্দা তথা গায়ক বিক্রম শীল। গানের ফাঁকেই বিক্রম বলেন, ‘তুহিনাংশু আমার স্কুলের ছোট ভাই। দীর্ঘদিন আমরা একসঙ্গে গানও করতাম। ওর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই কারণে সবাই এগিয়ে এলে ভালো হয়।’

তুহিনাংশু আমার স্কুলের ছোট ভাই। দীর্ঘদিন আমরা একসঙ্গে গানও করতাম। ওর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই কারণে সবাই এগিয়ে এলে ভালো হয়

বিক্রম শীল

প্রসঙ্গত, কথায় বলে মানুষ মানুষের জন্য। বিপদের দিনে মানুষই থাকে মানুষের পাশে। আর বন্ধুত্বের সম্পর্ক তো বরাবরই বিশেষ হয়। কারণ বিপদের দিনে বন্ধুই থাকে বন্ধুর পাশে। আ সেই বন্ধুত্বের দায়িত্ব ও কর্তব্য পালনেই তুহিনাংশুর হয়ে পথে নেমেছেন তাঁর বন্ধুরা। সারা কোচবিহার শহরজুড়ে গান গেয়ে বেড়াচ্ছেন তাঁরা। উদ্দেশ্য একটাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও তাঁদের গানের গানের আড্ডায় ফিরে আসুন তুহিনাংশু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *