ICDS Joining Letter: আন্দোলনের মাঝেই ১৫১ জন ICDS সুপার ভাইজার পেলেন নিয়োগপত্র, বাকি রইলেন ২৫৯৩ – government of west bengal appointed 151 icds supervisor after constant movement


আন্দোলনের ঝাঁঝ বাড়তেই ১৫১ জন ICDS সুপার ভাইজারের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর । গত ৩০ জানুয়ারি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়ে মোট ৩৩৮ জন অ্যাপয়নমেন্ট পেলেন। তবে বিপুল সংখ্যক চাকরিপ্রাপক এখনও নিয়োগপত্র পাননি। আর এভাবে কিছু কিছু করে অ্যাপয়নমেন্ট দেওয়া নিয়েও আরও ক্ষোভ তৈরি হয়েছে। ফলে নতুন করে এই বিজ্ঞপ্তিতে ভস্মে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

স্বচ্ছভাবেই গোটা নিয়োগ সম্পূর্ণ হবে।

দফতরের এক কর্তা

দফতর সূত্রে খবর, ২০১৯ সালে ICDS সুপারভাইজার পদে PSC-র মাধ্যমে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। ২হাজার ৯৩১ জন সফলভাবে ইন্টারভিউতে উত্তীর্ণ হন। এর মধ্যে প্যানেলে থাকা ১৩৬ জন চাকরি প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয় বেশ কয়েকমাস আগে। এরপর শুরু হয় আন্দোলন। ICDS -র সদর দফতর সল্টলেকের শৈশালী ভবনের সামনে টানা অবস্থান বিক্ষোভ চলে। এরপর গত ১৯ নভেম্বর ৫১ জন নিয়োগ পান। পরে আরও ১৫১ জনের নিয়োগপত্র দেওয়া হয়। আর বাকিরা? কেউ বার বার দফতরে যাচ্ছেন, কেউ জেলাশাসকের অফিসে গিয়ে খোঁজ নিচ্ছেন। কেউ বা শৈশালী ভবনে গিয়ে কবে নিয়োগ পাবেন সেই খোঁজ নিচ্ছেন। অনেক দিন ধরেই চলছে এই পর্ব।

ICDS অ্যাপয়নমেন্ট সংক্রান্ত নির্দেশিকা
চাকরি পাওয়া একাধিকজন বলছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফলাফল বের হয়। পুলিশ ভেরিফিকেশন, মেডিক্যাল সব হওয়ার পরেও মাত্র ৩৩৮ জনের জয়েনিং হয়েছে। অনেকে বসে আছেন। নানান সময় নানান প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমরা চাকরি পেয়েও কিছু করতে পারছি না।’

ICDS অ্যাপয়নমেন্ট সংক্রান্ত ৩০ তারিখের নির্দেশিকা
দফতরের এক কর্তা বলছেন, ‘ধীরে ধীরে সকলকেই নিয়োগ দেওয়া হবে। যত দ্রুত সম্ভব সেই কাজ করা হবে। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই সবটা হচ্ছে। চিন্তার কিছু নেই।’

ICDS Supervisor Recruitment : PSC পরীক্ষা দিয়ে সফল! ৫ বছরেও নিয়োগ নেই!

কেমন বেতন হয় ICDS সুপার ভাইজারের? বেসিক ২৮, ৯০০ টাকা, ডিএ (বেসিক এর ১০ শতাংশ) ২৮৯০ টাকা, হাউজ রেন্ট অ্যালাওয়েন্স (বেসিক এর ১২%) ৩৪৬৮ টাকা, মেডিক্যাল অ্যালাওয়েন্স ৫০০ টাকা। মোট ৩৫, ৭৫৮ টাকা পান তাঁরা।

ICDS সুপারভাইজারদের জয়েনিং কবে? বিক্ষোভের মাঝেই মুখ খুললেন মন্ত্রী শশী পাঁজা

নিয়োগে কেন দেরি হচ্ছে? রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা এই সময় ডিজিটাল-কে এই নিয়ে বলেছিলেন, ‘ICDS কর্মী যাঁরা প্রোমোশনের মাধ্যমে এই পদে আসার জন্য মামলা করেছে। বিষয়টি এখনও বিচারাধীন। সে কারণে যাঁরা সরাসরি সুপারভাইজার হিসেবে নিয়োগ হয়েছেন, তাঁদের একটা বড় অংশ এখনও জয়েনিং পাননি।’ যদিও এই দাবি মানতে নারাজ,



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *