Madhyamik Exam 2024 : গতবারের ঘটনা থেকে শিক্ষা, হাতির হানা থেকে পরীক্ষার্থীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা বাঁকুড়ায় – bankura forest department take several steps to save madhyamik examinee from elephant attack


গত বছর জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাট এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। দুঃখপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার এবার যাতে পুনরাবৃত্তি না ঘটে, পরীক্ষার্থীদের জন্য নেওয়া হচ্ছে একাধিক সুরক্ষা ব্যবস্থা। বাঁকুড়া জেলার জঙ্গলের নিকটবর্তী এলাকায় হাতির হানা থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা প্রদানে নেওয়া হল একাধিক ব্যবস্থা।

জঙ্গলে দলমার দামালদের সদর্প উপস্থিতি। তার মধ্যেই শুক্রবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর তাই জীবনের প্রথম বড় পরীক্ষার আগে বাঁকুড়ার হাতিপ্রবণ এলাকা গুলির পরীক্ষার্থীদের দীর্ঘ জঙ্গল পথ পেরিয়ে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল বন দফতর। ওই সমস্ত এলাকা গুলিতে যেমন বনকর্মীদের টহল থাকবে, তেমনি বিভিন্ন গ্রাম থেকে পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষা শেষে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছে বন দফতর।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, বাঁকুড়া উত্তর বন বিভাগে ৩০ টি পাঞ্চেত বন বিভাগের বিভিন্ন জঙ্গলে ২২ টি হাতি অবস্থান করছে। আর তাই পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ ব্যবস্থা বলে বনদপ্তর সূত্রে খবর। অন্যদিকে, বাঁকুড়া জেলা মাধ্যমিক পরীক্ষা নোডাল অ্যাডভাইসরি কমিটির সদস্য গোরাচাঁদ কান্ত বলেন, চলতি বছরে বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ৬৭ জন। এর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ২১ হাজার ৪৯২ ও ২৪ হাজার ৫৭৫ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১১৭। লক্ষ্যনীয়ভাবে এবার জেলায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

Madhyamik Exam 2024 : সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারব তো? দুশ্চিন্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা পোদ্দার জানান, চার দিকে জঙ্গলের মাঝে আমাদের গ্রাম, সাম্প্রতিক সময়ে হাতির আক্রমণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে একটু হলেও ভয় তো কাজ করছে বলেই তিনি জানান। বাঁকুড়া উত্তর বনবিভাগের ডি.এফ.ও ওমর ইমাম বলেন, ‘হাতি প্রবণ এলাকা গুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে যাতায়াতের জন্য গাড়ি সহ প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ বন দফতরের পক্ষ থেকে পরীক্ষা শুরু ও শেষের এক ঘণ্টা আগেই হাতির অবস্থান জানিয়ে দেওয়া হবে। এছাড়াও ওই এলাকার সমস্ত জঙ্গলে ‘শর্ট কার্ট’ রাস্তায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে তিনি জানান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *