MBBS Course,গ্যারান্টি দিয়ে MBBS, থানায় তলব সংস্থার কর্তাকে – kolkata police summons agency head who advertisement guarantee mbbs with 6 lakh


এই সময়: সংবাদপত্রের প্রথম পাতায় বিশাল বিজ্ঞাপন দিয়ে শেক্সপিয়ার সরণির বেসরকারি সংস্থার দাবি করেছিল, মাত্র ৬ লক্ষ টাকার বিনিময়ে সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে গ্যারান্টি দিয়ে ভর্তির ব্যবস্থা করা হবে। এমনকী, ভর্তির আগে কোনও অগ্রিম টাকাও নেওয়া হবে না বলে দাবি করা হয়েছিল। বিজ্ঞাপন দেখেই এ নিয়ে মঙ্গলবার পুলিশি হস্তক্ষেপের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর।

বুধবার রাতে ‘কেরিয়ার টপার্স’ নামে সেই সংস্থার কর্তাদের শেক্সপিয়র সরণি থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রাজ্যের একটি প্রথম সারির বাংলা দৈনিকে বেরোনো ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল, নিটে ৩৬৬ নম্বর পাওয়া জরুরি। তা হলেই কলকাতা ও জেলার সরকারি মেডিক্যাল কলেজে তারা ভর্তি করিয়ে দেবে ডাক্তারি পড়তে মরিয়া প্রার্থীদের। এবং তার পরেই নেওয়া হবে ৬ লাখ টাকা।

এমন একটি বিজ্ঞাপন কী ভাবে সর্বসমক্ষে দিতে পারে একটি বেসরকারি সংস্থা, সেই প্রশ্ন তোলেন চিকিৎসকরা। তার পরেই পদক্ষেপ করে স্বাস্থ্যভবন। অভিযোগ দায়ের হয় পুলিশে। তবে পুলিশি জিজ্ঞাসাবাদেও অভিযুক্ত সংস্থার কর্তারা জানিয়েছেন, তাঁদের সংস্থা গ্যারান্টি দিয়েই কোচিং দেয় পরীক্ষার্থীদের। এর মধ্যে অনৈতিক কিছু নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *