Kamarhati News : নিখোঁজ নাবালকের হাত-পা বাঁধা দেহ উদ্ধার! বিটি রোড অবরোধ স্থানীয়দের, অগ্নিগর্ভ কামারহাটি – kamarhati ghola police found missing minor boy body creates unrest for local mob protested on bt road


পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর হাত-পা, মুখ বাঁধা অবস্থায় উদ্ধার হল শিশুর দেহ। নাবালকের দেহ উদ্ধারের ঘটনায় অগ্নিগর্ভ কামারহাটি। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। পুলিশ কেন পাঁচদিন ওই নাবালককে খুঁজে পেল না, তার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নাবালককে হত্যা করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

নিখোঁজ ৮ বছরের শিশুকে মৃত অবস্থায় উদ্ধার হওয়ার পর স্থানীয়রা আগরপাড়া আল্পেনডেয়ারী মোড় বিটি রোডে আগুন জ্বালিয়ে অবরোধ করে প্রতিবাদ জানায়। মূলত পুলিশের বিরুদ্ধেই অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি, যারা এই শিশুটিকে খুন করেছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিও জানানো হয়। ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ দিন আগে বছর ৮ এর ইমতিয়াজ হোসেন নামে ওই নাবালক নিখোঁজ হয়। পরিবারের তরফ থেকে অনেক খোঁজাখুঁজি করার পরেও ওই নাবালকের খবর পাওয়া যায়নি। বাধ্য হয়ে ঘোলা থানায় অভিযোগ জানানো হয়। তবে পুলিশ তদন্ত শুরু করলেও কোনও খোঁজ মেলে না। অবশেষে আজ দুপুরে স্থানীয় একটি জুটমিলের মাঠের পাশে জলাশয়ের ধার থেকে হাত-পা বাঁধা, মুখে রুমাল গোঁজা অবস্থায় মৃত ইমতিয়াজকে পাওয়া যায়।

এরপরেই স্থানীয়রা উত্তেজিত হয়ে বিটি রোড অবরোধ করে প্রতিবাদ জানায়। ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। পুলিশের আশ্বাসের অবরোধ তুলে নেয় স্থানীয়রা। তবে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানায় স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে বিটি রোডে ব্যপক যানজট তৈরি হয়ে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটির বাবা পেশায় একজন রিক্সা চালক। তাঁদের পরিবারের সঙ্গে স্থানীয় কারও কোনও বিবাদ নেই। তারপরেও বাচ্চাটিকে কেউ তুলে নিয়ে গিয়েছিল কিনা, বাচ্চাটি নিখোঁজ হল কী করে, তা নিয়ে নিশ্চিত নন পরিবারের সদস্যরা। শিশুটিকে এভাবে নৃশংসভাবে কেন হত্যা করা হল, তারও এখনও কোনও উত্তর নেই। পুলিশের কাছে এর সত্যতা খুঁজে বার করার জন্যে দাবি জানানো হয়েছে পরিবারের তরফে। অন্যদিকে, শিশুটির খোঁজ নেওয়ার ব্যাপারে পুলিশি গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশের কারণেই এদিন বিটি রোড অবরুদ্ধ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *