Kolkata Traffic Update Today : মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষার দিনও যানজট? জানুন কলকাতার ট্রাফিকের খবর – kolkata traffic update on madhyamik second language exam day


চলছে মাধ্যমিক। আজ দ্বিতীয় ভাষার পরীক্ষা। আজও পরীক্ষা শুরু সকাল ৯টা ৪৫ মিনিটে। যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে চরম ব্যস্ততা পরীক্ষার্থীদের মধ্যে। এদিকে যেহেতু জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই অনেক অভিভাবক-অভিভাবিকাই যথা সময়ে সন্তানদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য তৎপর। ইতিমধ্যেই অনেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে শহর কলকাতার ট্রাফিক পরিস্থিতি কেমন তা অবশ্যই জেনে নেওয়া দরকার ছাত্রছাত্রীদের।

এই বিষয়ে কলকাতা ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, এখনও পর্যন্ত শহর কলকাতার যান চলাচল মোটের ওপর স্বাভাবিকই রয়েছে। কোথাও কোনও দুর্ঘটনার খবর নেই। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে একটি ডেমোস্ট্রেশন রয়েছে। অন্যদিকে রেড রোডে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা অবস্থান কর্মসূচি। এছাড়াও আর সারাদিনে তেমন কোনও মিটিং মিছিলের খবরও নেই বলে জানাচ্ছেন লালবাজার ট্রাফিক কন্ট্রোল।

এদিকে ছাত্রছাত্রীরা যাতে ঠিক সময় পরীক্ষা দিতে পৌঁছতে পারে, সেই কারণে বাড়িতে বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে কোনওভাবেই কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সেই দিকটিতে বিশেষ নজর রেখে রাজ্যে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ডব্লুবিটিসি তিনটি পরিবহণ সংস্থাকেই অতিরিক্ত বাস চালানোর কথা বলা হয়েছে। নিত্যযাত্রীদের পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনওরক অসুবিধা না হয়, সেই কারণেই এই অতিরিক্ত বাস নামানোর সিদ্ধান্ত। সূত্রের খবর, রাজ্যজুড়ে পরীক্ষার দিনগুলিতে প্রায় তিন হাজার অতিরিক্ত সরকারি বাস রাস্তায় নামানোর কথা বলা হয়েছে।

অন্যদিকে আবার রেলের তরফেও বেশকিছু ট্রেন বাড়তি স্টপেজ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শিয়ালদা শাখায় সকাল ৮টা থেকে পৌনে ১০টা ও দুপুর ১টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত একাধিক স্টেশনে বাড়তি সময় দাঁড়াবে ট্রেন। এই বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা, জালানখালি হল্টের মত স্টেশনগুলিতে ট্রেন দাঁড়াবে। এখানেই শেষ নয়, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষার জন্য আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার ৪ জোড়া করে অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেলও। আর মেট্রোর তরফে সেই কথা বিজ্ঞপ্ত দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে। এককথায় বলতে গেলে পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই দিকটি নিশ্চিত করতে বদ্ধপরিবার সমস্ত পরিবহণ কর্তৃপক্ষই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *