Panchayat Pradhan : মহিলা প্রধানদের সঙ্গে স্বামীদেরও প্রশিক্ষণের ব্যবস্থা, পূর্ব মেদিনীপুরে ‘পঞ্চায়েত’ সিরিজের বাস্তব ঝলকে সরব বিরোধীরা – female gram panchayat pradhan husband will be trained as per a new notification which creates controversy in purba medinipur


কয়েক বছর আগে OTT-তে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এই সিরিজে দেখানো হয়, পঞ্চায়েত প্রধান খাতায় কলমে মহিলা হলেও ‘আসল হোতা’ তাঁর স্বামীই। গ্রামের জীবনযাত্রার প্রেক্ষাপটে তৈরি হওয়া এই সিরিজ নিয়ে বিস্তর চর্চা হয়েছিল।

এবার সেই বিতর্কই আবার উসকাল পূর্ব মেদিনীপুরের একটি ঘটনা। স্বচ্ছ ও সুন্দরভাবে গ্রাম পঞ্চায়েত পরিচালনা করার জন্য যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান মহিলা তাঁদের সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাঁদের স্বামীদেরও।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক একটি নোটিশ জারি করেছেন এই মর্মে। সেখানে বলা হয়েছে, ৫ থেকে ১০ ফেব্রুয়ারি তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে জেলার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তাঁদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে থাকবেন গ্রাম পঞ্চায়েতের একজন করে কর্মী।

জেলার ১৩৮টি মহিলা প্রধান সহ তাঁদের স্বামীদের দু’দিন করে এই প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই নয়া নির্দেশিকা জারি হতেই সরব হয়েছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতার জেলায় জেলা প্রশাসনের তরফে জারি করা এই নির্দেশিকা নিয়ে সরাসরি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছে বিজেপি।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডলের অভিযোগ, ‘কেন শুধুমাত্র স্বামীদের রাখা হল। তারমানেই উত্তরটা একপ্রকার স্পষ্ট। এই ব্যবস্থাই যদি করতে হত সেক্ষেত্রে মহিলা সংরক্ষণ তো অর্থহীন ছিল। আসলে ঘুরপথে সব ক্ষমতা থাকছে স্বামীদের হাতেই। তৃণমূল বারবার বলছে তারা তাঁদের মেয়েকেই চায়। কিন্তু, কাজে তা করছে না।’

এই প্রসঙ্গে অবশ্য তমলুক ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অর্ণব চক্রবর্তী বলেন, ‘মহিলা জনপ্রতিনিধিদের একটা ‘ডিসঅ্যাডভান্টেজ’ থাকেই। তা অস্বীকার করার জায়গা থাকে না। এই সুবিধা শুধু তৃণমূলের মহিলা প্রধান নয়, বিজেপিরও প্রধানও ক্ষেত্রেও প্রযোজ্য। সকল স্তরে যাতে উন্নয়ন পৌঁছে যায় সেই বিশ্বাসে সকলের চলা উচিত।’

বিষয়টি নিয়ে তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা হেমবর্মণ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অত্যন্ত ভালো। মহিলা প্রধান বা স্বামীরা বিষয়টি জানলে সঠিকভাবে কাজ করতে পারবেন।’

West Bengal BJP: বীরভূম তৃণমূলে ভাঙন, BJP-তে প্রত্যাবর্তন কেষ্টর হাত ধরে তৃণমূলে আসা শুভ্রাংশুর
জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিকের কথায়, মহিলা গ্রামপঞ্চায়েত প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার অর্থ হল মহিলাদের ক্ষমতা সম্পর্কে তাঁদের স্বামীদের স্বচ্ছ ধারণা তৈরি করা। সবমিলিয়ে এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *