Second Hooghly Bridge : দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজায় গাড়িতে ভয়াবহ আগুন, একটি লেনে যানজট – fire in a car at second hooghly bridge toll plaza


দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় গাড়িতে ভয়াবহ আগুন। কলকাতা থেকে হাওড়া আসার সময় ১৮ নম্বর কাউন্টারের কাছে আগুন লেগে যায় একটি গাড়িতে। দাউদাউ করে জ্বলতে থাকে চারচাকা গাড়িটি। তবে গাড়ির মধ্যে থাকা ২ জন নিরাপদে রয়েছেন বলে জানা যাচ্ছে। যান্ত্রিক ত্রুটি থেকেই গাড়িতে এই আগুন বলে প্রাথমিক অনুমান। ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর একটি লেনে যানজটের সৃষ্টি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। আগুন দ্রুত নেভানোর চেষ্টা হচ্ছে।

জানা গিয়েছে, কলকাতা থেকে হাওড়াগামী ছিল গাড়িটি। গাড়িটি দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় পৌঁছতেই তাতে আগুন ধরে যায়। গাড়ির যাত্রী ছিলেন ২ জন। তবে তাঁদের কোনও ক্ষতি হয়নি বলেই জাননা যাচ্ছে। বিষয়টি আসতেই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল।

কলকাতা ও হাওড়ার যাতায়াতের অন্যতম মাধ্যম এই দ্বিতীয় হুগলি সেতু। রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যাল নবান্নে যাতায়াতের ক্ষেত্রেও ভিভিআইপিদের অনেকেই এই সেতু ব্যবহার করেন। ফলে সেই দিক থেকে দেখতে গেলে, ভীষণই গুরুত্বপূর্ণ এই সেতু। আর সেখানেই এহেন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

কয়েক মাস আগে কলকাতা থেকে ওড়িশাগামী একটি বাসেও আগুন ধরে যায়। জানা যায়, বাসটি খড়গপুরে পৌঁছতেই দাউদাউ করে জ্বলে ওঠে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার মাদপুরের কাছে। জানা গিয়েছে, ওড়িশার উদ্দেশে যাচ্ছিল বাসটি। খড়গপুরের মাদপুরে পৌঁছতেই বাসটিতে হঠাৎ আগুন লেগে যায় বলে খবর। রাতের বেলায় হঠাৎই জাতীয় সড়কের উপর দাউদাউ করে বাসটি জ্বলে ওঠে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

জানা যায়, আগুন ফুলকি দেখেই তিনি বিপদের গন্ধ পান চালক। তৎক্ষণাৎ‌ বাসটি থামিয়ে দেন চালক তিনি। বিষয়টি জানাতেই বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কয়েক মুহূর্তের মধ্যেই গোটা বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে। বাসটি বাবুঘাট থেকে ওড়িশা যাচ্ছিল বলে জানা যায়।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *