যীশুর মুকুটে নয়া পালক, বাংলার তারকাকে দেখে গর্বিত অনুরাগীরা, খুশি নায়কও / Jishu sets new example, hsi picture has been shown in Bruj Khalifa


নয়া নজির গড়লেন বাংলার জনপ্রিয় অভিনেতা। শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। দুবাইয়ের অন্যতম আকর্যণীয় স্থানে তাঁর ছবি ভেসে উঠল। যার সাক্ষী থাকলেন তিনি নিজেও। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন এই সাফল্য। সঙ্গে ছিলেন বলিউড ও দক্ষিণী সুপারস্টারেরাও। নায়কের সাফল্যে খুশি শহরের আম বাঙালিও। অনুরাগীরাও উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। বাংলার নায়ক হিসাবে প্রথমবার দেখা গেল নায়কের ছবি। স্বাভাবিকভাবেই গর্বে বুক ফুলে উঠেছে সকলের। সিনেপ্রেমীরা তাঁর কাজের ভক্ত। তিনি নিজে খেলতে ভালবাসেন। সেই খেলার মাধ্যমেই এত বড় সাফল্য এল তাঁর কাছে। থুশি তাঁর পরিবারও। 


Updated By: Feb 4, 2024, 05:28 PM IST





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *