Burdwan University : ভাতের মধ্যে মিলল সাবান! পড়ুয়াদের বিক্ষোভ, উত্তেজনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলে – soap found in cooked rice at burdwan university hostel creates protestation by students


মিড ডে মিলের রান্নায় পোকামাকড়, নোংরা পড়ে যাওয়ার ঘটনা মাঝেমধ্যেই ঘটে রাজ্যে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাতেও বিপত্তির ঘটনার উদাহরণ কম নেই। তবে এবার বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রান্না নিয়ে অভিযোগ তুলল আবাসিকরা। ঘটনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্ববিদ্যালয় চত্বর জুড়ে।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রান্না ভাতের সঙ্গে সেদ্ধ হল সাবান। যদিও, ছাত্রদের খাওয়ায় আগে নজরে আসে বিষয়টি। ঘটনা জানাজানি হতেই ছাত্রদের জন্য রান্না না করেই বেপাত্তা হলেন রাঁধুনি। বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সরব হল ছাত্ররা।

পড়ুয়াদের অভিযোগ, রবিবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হস্টেলে রান্না করার সময় ভাতে প্রচুর পরিমাণে ফেনা দেখা যাচ্ছিল। ভাতের ফ্যান আলাদা করার সময় ছাত্রদের নজরে আসতেই বিষয়টি তারা রাঁধুনিকে জানান। ছাত্রদের অভিযোগ, রাঁধুনি সবটা দেখে তাঁদের জানায়, এই খাবার না খাওয়াই ভাল। একথা জানিয়ে রাঁধুনি হস্টেল থেকে চলে যায়।

কিন্তু হস্টেলের ১১০ জন ছাত্র কী খাবে তার কোনও ব্যবস্থা কেউ করেনি। ছাত্রদের আরও অভিযোগ, রান্নার জন্য একজন কুক ও একজন হেল্পার নির্ধারিত থাকলেও একজনের বেশি আসেন না। তাঁরা নিজেদের মত করে ঠিক করে নেয় কে, কবে আসবে। যার ফলে রান্নার মান খারাপ হয় প্রতিদিন। বিষয়টি নিয়ে তারা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয়নি বলে জানাচ্ছে ছাত্ররা। নিত্যদিন তাঁদের খুব নিম্নমানের খাবার খেতে হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের। অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি।

Bardhaman News : রাস্তার কঙ্কালসার চেহারা, গাড়ি ছেড়ে টোটো ধরলেন রাজ্যের মন্ত্রী
রবিনার ঘটার পর ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ফোনে অভিযোগ জানালেও দুপুর বারোটা পর্যন্ত তাঁদের খাবারের কোনও ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। পরে অরবিন্দ হস্টেলের প্লেসমেন্ট অফিসার ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্ররা। পুরো বিষয়টি নিয়ে প্লেসমেন্ট অফিসার জানান, তিনি বিষয়টি শুনেছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যা ব্যবস্থা নেওয়ার নেবেন। এদিকে পরে রাঁধুনিকে পাওয়া গেলে তিনি জানান, ভাতের ফ্যান আলাদা করার সময় আমি সাবান দেখতে পেয়ে ছাত্রদের আমি জানিয়েছিলাম। তবে পুনরায় ভাত রান্না না করে চলে যাবার বিষয়টি স্বীকার করে নেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *