DA Protest : খোলা হল DA- র দাবিতে ধরনা মঞ্চ, সরকারকে চরম হুঁশিয়ারি আন্দোলনকারীদের – da protesters target west bengal government as their stage has been removed


কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই তিনি বলেছিলেন, বাংলাই একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারিরা স্বাস্থ্য স্কিমে বিনামূল্যে পরিষেবা পেয়ে থাকেন।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের অদূরেই অনশন করছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সংগ্রামী যৌথ মঞ্চের আওতাতে চলছিল এই কর্মসূচি। রবিবার সেনার তরফে এই অস্থায়ী ছাউনি খুলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরেই গোটা ঘটনায় রাজ্য সরকারকেই নিশানা করেছেন DA আন্দোলনকারীরা।

খোলা ময়দানেই চলবে অনশন কর্মসূচি, এমনটাই হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। এই সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মঞ্চের অদূরেই অবস্থান করছিলেন। সেখানে তাঁকে আমাদের নিয়ে অস্বস্তিতে পড়তে হচ্ছিল। সেই কারণে তিনি চাইছিলেন যাতে অবস্থানটা উঠে যায়। আর তার জন্য তিনি বরাবরই সক্রিয় রয়েছেন। এখন বেশি করে সক্রিয় হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘অনশন ১৬ দিনে পৌঁছে গিয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই কাজ করা হচ্ছে। ব্রিটিশ সরকারও এই অবস্থান নিত না।’ তবে আইনি পদক্ষেপ করা নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, এই দাবিগুলির প্রেক্ষিতে পালটা সরব হয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘সকলেই জানেন ময়দানে কোনও কর্মসূচি করতে হলে সেনার অনুমতির প্রয়োজন হয়। এখানে অন্য কারও হস্তক্ষেপ থাকে না।’ উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের একাংশ কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আইনি লড়াইও লড়ছেন। স্যাট এবং কলকাতা হাইকোর্টে জয় হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু, মামলাটির জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে।

‘সময় এসে গেছে মাননীয়া! মানুষ পথে নামবে!’

এর আগে একাধিকবার সর্বোচ্চ আদালতে মামলার তারিখ পিছিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ৫ ফেব্রুয়ারি মামলাটি উঠতে পারে সুপ্রিম কোর্টে। তবে শুনানি হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। মামলাটি মিসলেনিয়াস ডে-তে রয়েছে। এর আগে তা নন মিসলেনিয়াস তারিখে স্থানান্তরিত করার জন্য আবেদন করা হয়েছিল।

DA News : আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি? বড় পদক্ষেপের ইঙ্গিত মামলাকারী সংগঠনের
প্রসঙ্গত, বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, অতিরিক্ত ৪ শতাংশ DA ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। যদিও তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি সরকারি কর্মীদের। এই ৪ শতাংশ অতিরিক্ত DA কার্যত ভিক্ষে দেওয়ার মতো বলে মন্তব্য করতে শোনা যায় তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *