Lovely Maitra MLA : ‘দল থাকলে রোজগার থাকবে’, বিতর্কিত মন্তব্য লাভলির! ভাইরাল তৃণমূল বিধায়কের ভিডিয়ো – tmc mla lovely maitra controversial comment at party meeting video goes viral


লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি ইস্যুকে হাতিয়ার করেছে বিরোধীরা। সেই ইস্যুতে এবার বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রকে। দল থাকলে ‘রোজগার থাকবে’ বলে তৃণমূলের একটি কর্মী সভায় মন্তব্য করেন তিনি। সেই সভার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের তরফে জেলায় জেলায়, ব্লকে ব্লকে প্রচার সভা এবং কর্মী সভার আয়োজন করা হচ্ছে। সেরকমই একটি বুথ কমিটির কর্মী সভার আয়োজন করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনায় প্রতাপনগরে। সেখানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র। দলের একাংশের বিরুদ্ধে ওই সভায় ক্ষোভ উগরে দিতে শোনা যায়। এমনকি ওই সভায় দলের সদস্য, কর্মীদের উপস্থিতি কম থাকায় ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়।

কিন্তু, এর মাঝেই রোজগার সংক্রান্ত বিষয়ে কিছু মন্তব্য করেন লাভলি। ওই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘দল থাকলে সব থাকবে। দল থাকলে রোজগার থাকবে। দলের সদস্যদের না থাকলে কিছু থাকবে না।’ এরপরে দলে থেকে অনেকে কী ধরনের রোজগার করছেন সে ব্যাপারেও ইঙ্গিত দেন লাভলি। তিনি বলেন, ‘দলে কী চলে না চলে, সব খবর আমার কাছে আছে। রোজগার কে কোথা থেকে করেন, আমি জানি। আমার কাছে সব খবর আছে। দলটা না থাকলে সেটা হবে না।’

রোজগার কে কোথা থেকে করেন, আমি জানি

বিধায়ক লাভলি মৈত্র

এই বক্তৃতার মাঝে উপস্থিত কর্মীদের ভিডিয়ো করতে মানা করতেও শোনা যায় তাঁকে। বুথ কমিটির কর্মী সভায় এদিন হাতে গোনা কিছু সদস্যকে দেখে উষ্মা প্রকাশ করেন তিনি। দলেরই কর্মীদের হুঁশিয়ারি দিয়ে লাভলি বলেন, ‘লোকসভা নির্বাচনের আগে একটি বুথ কমিটির সভার চেহারা এটা হতে পারে না, এটা আপনাদের কাছে লজ্জার।’
Trinamool Congress: লোকসভার আগে জোর ভোটার লিস্টে, বৈঠক তৃণমূলের কোর কমিটির
দলের পদে থেকে কাজ না করলে তাঁদের সরাসরি বহিষ্কার করে দেওয়া হবে, সেই ব্যাপারে বিধায়িকা নিয়ে উদ্যোগ নেবেন বলেও এদিন হুঁশিয়ারি দেন তিনি।
প্রসঙ্গত, তৃণমূল বিধায়কের এই বক্তব্যের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় এক বিজেপি নেতার কথায়, ‘তৃণমূলের যে উপর থেকে নিচ পর্যন্ত সবাই দুর্নীতিতে জড়িত, এটা অনেক আগেই প্রমাণিত। সেই কথা নিজের মুখেই বলছেন বিধায়ক। মানুষ সবটা বুঝে গিয়েছে।’ লোকসভা নির্বাচনে মানুষ এই সমস্ত কিছুর জবাব দেবে বলে খোঁচা বিরোধীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *