Madhyamik Exam 2024 : মাধ্যমিক, তাতে কী! প্রেমিকের সঙ্গে ভাগলবা কিশোরী, উদ্ধার ভিন জেলায় – madhyamik exam student escaped with lover recovered by lalgarh police in jhargram


মাধ্যমিক পরীক্ষার আগে চিন্তায় থাকেন অভিভাবকরা। কেমন হবে ছেলে-মেয়ের পরীক্ষা, তা নিয়ে ভাবনাচিন্তা থাকে বাবা-মায়ের মনে। তবে লালগড়ের এক পরিবার আতঙ্কের মধ্যে পড়ে যায় মাধ্যমিক পরীক্ষার আগের দিন। হঠাৎ করেই তাঁদের বাড়ির নাবালিকা মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়েছে তাঁদের পরিবারের মেয়ে। অবশেষে পুলিশের উদ্যোগে ফিরে পাওয়া গেল সেই নাবালিকাকে।

মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিন প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থী । অবশেষে পুলিশের তৎপরতায় ভিন জেলা থেকে উদ্ধার হল মাধ্যমিক পরীক্ষার্থী। শ্রীঘরে ঠাই হল তার প্রেমিকের । এমনই এক ঘটনার সাক্ষী থাকল লালগড় । জানা গিয়েছে, লালগড় থানার অন্তর্গত এক নাবালিকা মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিন ১ই ফেব্রুয়ারি সন্ধ্যা বেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ।

হঠাৎ করে পরীক্ষার আছে বাড়ির মেয়ে উধাও হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান, তাঁদের পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর খোঁজ না পেয়ে পরের দিন ২ই ফেব্রুয়ারি লালগড় থানায় নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা লিখিত অভিযোগ জানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে।

পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে অবশেষে জানতে পারে লালগড় থানার অন্তর্গত গোয়ালডাঙ্গা গ্রামের এক যুবক ওই নাবালিকাকে নিয়ে পালিয়েছে। পুলিশ সূত্র মারফত খবর পেয়ে ও মোবাইলের লোকেশন ধরে শনিবার রাত্রে হানা দেয় বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলার খাতড়া এলাকা থেকে রবিবার সকালে মাধ্যমিক পরীক্ষার্থী নাবালিকাকে উদ্ধার করে এবং স্থানীয় এক যুবককে গ্রেফতার করে লালগড় থানার পুলিশ।

Madhyamik Exam 2024: হাসপাতাল থেকেই পরীক্ষা দিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী
রবিবার দুপুরে দু’জনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে নাবালিকার গোপন জবানবন্দী গ্রহণ করে ঝাড়গ্রাম আদালত এবং গ্রেফতার হওয়া যুবককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত। নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর মা ও ওই নাবালিকা দু’জনেই আদালত চত্বরে দাঁড়িয়ে জানায়, ‘মাধ্যমিক পরীক্ষার এখনো যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই পরীক্ষাগুলো এবার ওই নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থী দেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *