Suvendu Adhikari : তৃণমূলের ধরনার মাঝেই শাহের জরুরি তলব, রাতেই দিল্লি গেলেন শুভেন্দু – suvendu adhikari bjp leader went delhi to meet with union home minister amit shah on monday


রবিবার রাতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁকে জরুরি তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই কারণেই তিনি দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। রাজ্যে বকেয়া নিয়ে তৃণমূলের কংগ্রেসের আন্দোলনের মাঝেই তাঁকে দিল্লি তলব নিয়ে বাড়ছে জল্পনা।

লোকসভায় বাজেট অধিবেশনের মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বৈঠক করবেন বলে জানতে পারা গিয়েছে। এর মাঝেই ‘এক দেশ, এক ভোট’ নিয়ে কমিটির বৈঠকে ডাক পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরও সোমবার দিল্লি যাওয়ার কথা রয়েছে। এর মাঝেই হঠাৎ শুভেন্দু অধিকারীকে দিল্লি তলব নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

গত শুক্রবার থেকে কলকাতায় ধরনা কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস। এর মাঝেই একশো দিনের কাজের বকেয়া নিয়ে প্রাপকদের রাজ্য সরকার অর্থ প্রদান করবে বলে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বিষয় রাজ্য বিজেপি কী ভাবে এই ইস্যু নিয়ে আগামী দিনে আন্দোলনে সামিল হবে সেই বিষয়ে বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, লোকসভা নির্বাচনের আগে বাংলায় রাজ্যসভা নির্বাচনও রয়েছে পাঁচটি আসনে। সেখানে একটি আসন পাওয়ার কথা রয়েছে বিজেপির। রাজ্য বিজেপির তরফে এই আসনের জন্য নির্বাচিত প্রার্থীদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। শেষমেষ কাকে প্রার্থী করা হবে সেই বিষয়েও দুজনের মধ্যে আলোচনা হতে পারে। সোমবার দিল্লি যাওয়ার কথা রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। তবে এই বৈঠকে সুকান্ত মজুমদার থাকবেন কিনা সে ব্যাপারে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বেশ কিছু কেন্দ্রীয় নেতা থাকতে পারেন বলে সূত্র মারফত খবর। সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনে রাজ্য বিজেপির প্রস্তুতির ব্যাপারে আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

BJP In West Bengal: কে হবেন রাজ্যসভার প্রার্থী? বৈঠকে সুকান্ত-শুভেন্দুরা
অন্যদিকে, কিছুদিনের মধ্যেই সারা দেশ জুড়ে নাগরিকত্ব আইন চালু করা হবে বলে জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নাগরিকত্ব আইন চালু করে দেওয়া হবে বলে ডেডলাইন দেওয়া হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে। তবে নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা করা হবে বলে আগেই জানানো হয়েছে তৃণমূলের তরফে। সেক্ষেত্রে নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি কোনওরকম প্রচার চালাবে কিনা, সমস্ত পরিস্থিতি বুঝে নিতে বিজেপির চআণক্যএর সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়কের আলোচন হতে পারে বলেও জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *