Vijay ‘Thalapathy’: অভিনয় ছাড়ছেন বিজয়, করলেন ধামাকা ঘোষণা…


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণী চলচিত্রের সুপারস্টার বিজয় থালাপতি তামিলনাড়ুতে একটি রাজনৈতিক দল চালু করেছেন, যার নাম ‘তামিলগা ভেত্রি কাজগা’ (TVK)। শুক্রবার নিজের দলের নাম ঘোষণা করেন বিজয়। পাশাপাশি এই দিনই নিজের অভিনয় জীবনের ইতি টানা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। আর এই কথা শুনে বেশ অবাক হয়েছে গোটা দেশ।

আরও পড়ুন: Jisshu Sengupta: যীশুর মুকুটে নয়া পালক, বাংলার তারকাকে দেখে গর্বিত অনুরাগীরা, খুশি নায়কও

তামিলগা ভেত্রি কাজগা দলের বাকি সদস্যরা অভিনেতাকে দলকে সভাপতি নির্বাচিত করেছে। পুরোপুরি ভাবে দলকে সময় দেওযার জন্যই বিজয় জানান, পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হওয়ার জন্য দুটি চলচ্চিত্র শেষ করার পরে সিনেমা ছেড়ে দেবেন তিনি। একটি বিশদ বিবৃতিতে তাঁর রাজনৈতীক দল এবং তাঁর চলচিত্র জীবনের খুটিনাটি জানিয়েছেন অভিনেতা।

তাঁর এই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার মতে, রাজনীতি আমার জন্য অন্য যেকোনও কাজ নয়। এটি একটি পবিত্র কাজ। শুধু উচ্চমানের রাজনীতি নয়, আমার পূর্বসূরিদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে আমাকে। আমি নিজেকে প্রস্তুত করছি মানসিকভাবে। রাজনীতি কোনো শখ নয়। এটা আমার গভীর ইচ্ছা। আমি নিজেকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করতে চাই। তাই আমি আরও একটি চলচ্চিত্র সম্পূর্ণ করব যেটার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং এরপর একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হয়ে উঠব। এভাবেই তামিলনাড়ুর মানুষের কাছে আমার ঋণের মূল্য আমি দিতে চাই।‘

আরও পড়ুন: Srijit Mukherji: রহমানের পর এবার সৃজিত! নিজের ছবিতে AI-এর সাহায্যে ফেরাবেন সত্যজিত রায়কে…

দলের রেজিস্ট্রেশনের আগে, দলের সাধারণ পরিষদের প্রায় দুই শতাধিক সদস্য বৈঠকে অংশ নেন। দলের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকেও নিয়োগ করে দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিও গঠন করা হয়েছে। কাউন্সিল, বিজয়কে দলের নাম ও নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং নির্বাচনী রাজনীতিতে নামতে অনুমতি দিয়েছে। তাঁর দলের সদস্যরা ২০২৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *