Howrah Panchayat : ভালো কাজের পুরস্কার, হাওড়ার ১২৫টি পঞ্চায়েত পাচ্ছে কোটি কোটি টাকা – howrah district 125 panchayat getting award from west bengal government for good work


গ্রামীণ স্তরে ভালো কাজ করার জন্যে পুরস্কৃত করা হয় পঞ্চায়েতকে। রাজ্য সরকারের তরফেই এই পুরস্কার মেলে। এবার পঞ্চায়েত পরিচালনার নিরিখে ভালো ফল করায় হাওড়া জেলার ১২৫ টি গ্রাম পঞ্চায়েতকে রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর পুরস্কার বাবদ আরোও ৫ কোটি টাকা দিচ্ছে।

হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থ বর্ষে রাজ্য চতুর্থ অর্থ তহবিলের বরাদ্দ অর্থ পঞ্চায়েতগুলো কীভাবে খরচ করেছে সেটা নিয়ে রাজ্য সরকার একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষার মানদণ্ডের নিরিখে জেলার ১৫৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২৫টি গ্রাম পঞ্চায়েত পাস করতে পারলেও ৩২টি গ্রাম পঞ্চায়েত পাস করতে পারেনি।

জেলা প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের মানদণ্ডে উত্তীর্ণ পঞ্চায়েতগুলো এই পুরস্কারের টাকা পাবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েতের কাজের নিরিখে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে একটা অতিরিক্ত আর্থিক পুরস্কার দিত রাজ্য সরকার। কিন্তু পঞ্চম অর্থ তহবিলে টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার নিয়মের একটু পরিবর্তন করে। সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২২-২৩ অর্থবর্ষে প্রদেয় অর্থের খরচের মূল্যায়ন হবে। সেই মূল্যায়নের ভিত্তিতে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

সেই ভিত্তিতে গত বছর রাজ্য সরকার এই মূল্যায়ন চালিয়েছিল। মানদন্ডের মধ্যে ছিল গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল তৈরি, আর্থিক স্বচ্ছতা, অডিট রিপোর্ট, কাজের পরিকল্পনা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কিনা সহ নানা বিষয়। সেই বিভাগগুলোতে এই পঞ্চায়েতগুলি ভালো কাজ করেছে। সেই কারণেই রাজ্য সরকারের তরফে পুরস্কার পাচ্ছে তারা।

Bangalbabu Bridge: ভেঙে ফেলা হতে পারে বাঙালবাবু ব্রিজ, পাশেই তৈরি হচ্ছে নতুন সেতু
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয়েছিল। সেখানেই রাজ্যের প্রতিটি পঞ্চায়েতের নতুন বোর্ড গঠিত হয়েছিল। রাজ্য সরকারের তরফে পঞ্চায়েতগুলিতে আর্থিক সাহায্য করা হয় থাকে। বিভিন্ন প্রকল্প আসে কেন্দ্রীয় সাহায্য। এর মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েতগুলির মধ্যে কোন কোন পঞ্চায়েত উন্নতি প্রকল্পে, আর্থিক স্বচ্ছতা, নিজস্ব তহবিল গড়ার লক্ষ্যে ভালো কাজ করছে, সেটি লক্ষ্য রাখা হয়। সেই জায়গায় হাওড়া জেলার ১২৫টি পঞ্চায়েত অগ্রগণ্য ভূমিকা নিয়েছে বলে জানতে পারা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *