আন্দোলন বাড়তে বাড়তে একসময় রাস্তায় উঠে আসে। সামিল হয়েছিলেন প্রায় ২০০ সিএনজি কমার্শিয়াল গাড়ির চালক। এই সময়ে মাধ্যমিক চলছে। এই অবস্থায় প্রায় ৪৫ মিনিটের জন্য সম্পূর্ন বন্ধ হয়ে যায় রুবি মোড় থেকে উত্তর অর্থাৎ সায়েন্স সিটির দিকের বাইপাসের রাস্তা।
Source link
