West Bengal Legislative Assembly : বিধায়কদের গাড়িতে তল্লাশি, সংসদে হামলার পর বজ্র আঁটুনি রাজ্য বিধানসভাতেও – west bengal legislative assembly security tighten before state budget session


বাজেট অধিবেশনের আগে নজিরবিহীন নিরাপত্তা বিধানসভা জুড়ে। বিধায়ক এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি। এমনকি, বিধায়কদের পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।

বাজেট অধিবেশনে বিধানসভায় কড়া নিরাপত্তার নয়া বন্দোবস্ত। বিধায়কদের পরিচয় পত্র দেখা হচ্ছে ঢুকতে দেওয়ার সময়। বিধায়কদের সঙ্গে কেউ এলে তাদের অন্য গেট দিয়ে পাস দেখিয়ে ঢুকতে হচ্ছে। Visitors-দের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে। বিধানসভায় ঢুকতে যাওয়া প্রতিটি গাড়িকে স্ক্যান করা হচ্ছে। পুলিশি নিরাপত্তা আগের তুলনায় অনেকাংশে বাড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, গত বিধানসভার অধিবেশনের সময় এক অযাচিত ব্যক্তি বিধানসভার পাঁচিল টপকে ঢুকে পড়ে। সেই ব্যক্তি দাবি করে তাঁকে নাকি রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছেন। যদিও তিনি এই সংক্রান্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। সেই কারণে এবার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের তরফে।

West Bengal Budget 2024 : ৮ তারিখ পেশ রাজ্য বাজেট, লোকসভা ভোটের আগে নতুন কোনও চমক?
উল্লেখ্য, কিছুদিন আগেই সংসদে স্মোক ক্যান নিক্ষেপণের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল গোটা দেশে। গত বছর ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনে কিছু যুবক ঢুকে পড়ে। সভার মাঝেই ‘রং স্প্রে’ করেন এবং স্লোগান দিতে শুরু করেছিলেন কিছু যুবক। লোকসভার অধিবেশন থামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে নতুন সংসদ ভবনে এই হামলার ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। সংসদ হামলার ঘটনার কথা ভেবেই এবার রাজ্য বিধানসভায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হল বলেও জানাচ্ছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *