তথাগত চক্রবর্তী: নিজের প্রেমিকের সঙ্গে বান্ধবীর অন্তরঙ্গ ভিডিয়ো তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেফতার এক স্কুল শিক্ষিকা ৷ ঘটনায় গ্রেফতার ধৃত স্কুল শিক্ষিকার প্রেমিকও৷ ধৃত প্রেমিক কলকাতা মেট্রোয় কর্মরত। এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের ফোন ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস ৷
পঞ্চসায়র থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত সুদীপ্তা মিত্র একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। তাঁর সঙ্গে একইসাথে একটি স্কুলে পড়াতেন নির্যাতিতা ৷ তিনি সার্ভে পার্ক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এখন ধৃত সুদীপ্তা মিত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে কলকাতা মেট্রোরেলের কর্মী প্রসেনজিত রাউতের ৷ অভিযুক্ত প্রেমিক নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা ৷ সুদীপ্তার মাধ্যমেই প্রসেনজিতের সঙ্গে আলাপ হয় নির্যাতিতার৷ তিনজনেই মাঝে মধ্যে নানান জায়গায় ঘুরতে যেতেন ও খাওয়া-দাওয়াও করতেন ৷
পুলিস সূত্রে জানা গিয়েছে, সুদীপ্তার ইন্ধনেই নির্যাতিতার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে প্রসেনজিৎ৷ নির্যাতিতাও প্রসেনজিতের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ এখন নির্যাতিতা বাড়িতে একাই থাকতেন ৷ ঘটনার দিন তাঁর বাড়িতেই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়৷ প্রসেনজিৎ ও সুদীপ্তা দুজনেই উপস্থিত ছিলেন সেদিন ৷ দুজনেই রাতে নির্যাতিতার বাড়িতে থেকে যাওয়ার পরিকল্পনা করেন৷ এরপর রাতে নির্যাতিতার সঙ্গে প্রসেনজিৎ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।
অভিযোগ, নির্যাতিতার সঙ্গে প্রসেনজিৎ ঘনিষ্ঠ হলে, সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো করেন সুদীপ্তা ৷ সেই ভিডিয়ো দেখিয়েই ব্ল্যাকমেইল করে সুদীপ্তা ও প্রসেনজিৎ দুজন মিলে নির্যাতিতার কাছ থেকে ২০ লক্ষ টাকা নেয়। এছাড়া সোনার গয়নাও নেয়। ২০ লক্ষ টাকা দেওয়ার পরেও ফের ওই নির্যাতিতাকে ব্ল্যাকমেইল করে টাকা চাওয়া হয়। এরপরই নরেন্দ্রপুর থানার পুলিসের দারস্থ হন নির্যাতিতা ৷ ঘটনার তদন্তে নেমে দুজনকেই গ্রেফতার করে পুলিস ৷
আরও পড়ুন, Sunderban: কাঁকড়া ধরার মাঝেই আচমকা ঝাঁপিয়ে পড়ল ঘাড়ে, বাঘে-মানুষে হাড়হিম লড়াইয়ে করুণ পরিণতি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)