DA News West Bengal : ‘বিলম্বিত বোধদয়’, খোঁচা আন্দোলনকারীদের, DA নিয়ে শোভনদেবের মন্তব্যে ঝাঁঝ বৃদ্ধি? – west bengal government employees organization reacts on sovandeb chattopadhyay da comment


কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের DA ৪ শতাংশ বাড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, মহার্ঘ ভাতা ঐচ্ছিক বিষয়, বাধ্যতামূলক নয়। কিন্তু, তৃণমূলের প্রবীণ নেতা তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল অন্য সুর। তিনি বলেন, ‘DA-র দাবিকে অস্বীকার করি না।’ তিনি আরও বলেছিলেন, ‘আমি একজন মন্ত্রী। কোনও কথা বলার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে।’

শোভনদেব চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে DA আন্দোলনকারীরা আরও সরব হয়েছেন।

এই প্রসঙ্গে DA মামলার মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে শ্যামল মিত্র বলেন, ‘শোভনদেব চট্টোপাধ্যায় এক সময় ট্রেড ইউনিয়ন করতেন। কিন্তু, তিনি এখন যে কথাগুলো বলছেন সেগুলো সংবাদ মাধ্যমে না বলে নাটক না করে তিনি নিজের মুখ্যমন্ত্রীকে বলতে পারেন। এখনও রাজ্য এবং কেন্দ্রের DA-র বিস্তর ফারাক। তা মিটিয়ে ফেলার জন্য তো আবেদন করতে পারতেন।’

এখানেই শেষ নয়, শ্যামল মিত্র আরও বলেন, ‘এটা ওদের কৌশলগত অবস্থান। মুখ্যমন্ত্রী বলছেন DA অধিকার নয়, অন্যদিকে কিছু মানুষকে দিয়ে অন্য কথা বলাচ্ছেন। এটা হাস্যকর বিষয়।’ অন্যদিকে, সরকারি কর্মচারি পরিষদের তরফে দেবাশিস শীল বলেন, ‘শোভনদেব চট্টোপাধ্যায়ের বিলম্বিত বোধদয় হয়েছে। ওঁর এগিয়ে গিয়ে বলা উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাদের হকের DA-গুলো যাতে দেওয়া হয় সেই জন্য তাঁর চেষ্টা করা উচিত। তবে তাঁর এই বোধদয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি।’

ইউনিটি ফোরাম-এর পক্ষ থেকে দেবব্রত হালদার বলেন, ‘ওরা এক এক সময় এক এক কথা বলে। আমাদের মামলাটা মুখ্যসচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে। তিনি তো আর DA দেবেন না। তাঁর মাঠে ময়দানে বলা কথার কোনও গুরুত্ব নেই।’

DA Protest: ডিএ বৃদ্ধির দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ, ভোরেই উত্তপ্ত নবান্ন চত্বর

অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে নানা মহল থেকে আলাদা আলাদা মতামত উঠে এসেছে। শোভনদেব চট্টোপাধ্য়ায়ের এই মন্তব্যের প্রেক্ষিতে যখন বিতর্কের ঝড় উঠেছে সেই সময় তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি রাজ্যের অপর মন্ত্রী মানস ভ্যুঁইয়া।

DA News Today: ‘কী করে বলব, ডিএ অধিকার নয়?’ রাজ্যের প্রবীণ মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক
তিনি বলেন, ‘কারও বর্ণনামূলক ভাষণের প্রেক্ষিতে কোনও মন্তব্য করব না।’ সবমিলিয়ে DA আন্দোলনের মাঝেই শোভনদেব চট্টোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *