Digha Hotels : দিঘায় হোটেল বুকিংয়ের নিয়ম বদল? পরিচয়পত্র নিয়ে নয়া সিদ্ধান্তের পথে মালিকরা – digha hotel association reportedly making some necessary changes for hotel booking


সম্প্রতি দিঘায় এক তরুণীর ধর্ষণের অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। ইতিমধ্যেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ। কিন্তু, বাঙালির অন্যতম ভ্রমণ ডেস্টিনেশনে গিয়ে সাধারণ মানুষকে যাতে কোনও বিপত্তিতে না পড়তে হয় সেই জন্য দিঘা হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বড় পদক্ষেপ।

জানা গিয়েছে, আগামীদিনে দিঘার হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যে এজেন্টরা রয়েছে তাঁদের জন্য একটি নির্দিষ্ট পরিচয়পত্র বা আইডেনটিটি কার্ডের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

কী বলছে দিঘার হোটেল মালিক সংগঠন?

এই প্রসঙ্গে দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় সৈকতে ধর্ষণের অভিযোগ প্রসঙ্গ টেনে বলেন, ‘এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কড়া শাস্তির দাবি জানাচ্ছি। আগামীদিনে প্রশাসনের সঙ্গে কথা বলে হোটেল বুকিংয়ের সঙ্গে যুক্ত এজেন্টদের জন্য যদি একটি নির্দিষ্ট পরিচয়পত্রের ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করছি। আগত পর্যটকরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেই জন্য আমাদের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অন্যদিকে, এই প্রসঙ্গে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা জানান, হোটেল মালিকদের এক গুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। সেগুলি যাতে সঠিকভাবে পালন করা হয়, সেই মর্মে নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দিঘার হোটেলগুলিতে সুরক্ষার জন্য আঁটসাঁট ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়। হোটেল মালিকদের একাংশের দাবি, পরিচয়পত্র ও ছবি ছাড়া কাউকেই কামরা দেওয়া হয় না। অধিকাংশ হোটেলেই রয়েছে CCTV ক্যামেরার নজরদারি। পাশাপাশি অনেক সময় দেখা গিয়েছে সৈকতে একা এসে আত্মঘাতী হওয়ার প্রবণতা দেখা গিয়েছে।

Digha Hotel : দিঘায় হোটেলে ঘর দেখানোর নাম করে তরুণীর ধর্ষণের অভিযোগ, নয়া আতঙ্ক সৈকতে, তদন্তে পুলিশ
সেই কারণে কোনও একা ব্যক্তি বা মহিলা ঘর চাইতে এলে তাঁদের পরিবারের সঙ্গে প্রথমে কথা বলা হয় বা পরিচিত কারও সঙ্গে কথা বলে তবেই ঘর দেওয়া হয়। যদিও এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কিছু পর্যটক। ‘সোলো ট্রিপ’ -এর জমানাতে এই ধরনের চিন্তা ভাবনার আদতে কতটা প্রয়োজনীয়তা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।

Digha Sea Beach : হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ! দিঘায় আতঙ্ক

তবে হোটেল মালিকদের দাবি, এই বন্দোবস্ত শুধুমাত্র হোটেলে আসা পর্যটকদের জন্য। যাতে কাউকে হেনস্থার শিকার হতে না হয়, সেই দিকে দেওয়া হয়েছে বিশেষ নজর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *