ED Raid : ১০০ দিনের কাজের দুর্নীতিতে প্রথমবার অভিযান ইডির, রাজ্যের একাধিক জেলায় তল্লাশি – ed raid in mgnrega scam allegations in several districts of west bengal


আবারও রাজ্যে ইডির হানা। রাজ্যের ৪ জেলার ৬ জায়গায় একসঙ্গে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, হুগলির চুঁচুড়া, মুর্শিদাবাদের বহরমপুর ও সল্টলেকে অভিযান চালান ইডিক আধিকারিকরা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ঝাড়গ্রামে এক ডব্লুবিসিএস অফিসারের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। আবার ধনেখালির প্রাক্তন বিডিও সল্টলেকের ফ্ল্যাটেও হানা দেয় ইডি। অন্যদিকে হুগলির চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর বাড়িয়েও পৌঁছে যান ইডি কর্তারা। তবে যাঁকে ইডি কর্তার খুঁজছেন তিনি সেই ব্যবসায়ী নয় বলেই জানা যায়। এছাড়া মুর্শিদাবাদের বহরমপুরে বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতেও হানা ইডি আধিকারিকদের।

এই প্রথম ১০০ দিনের কাজ দুর্নীতি মামলায় অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জানা গিয়েছে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে হুগলির ধনেখালি ও মুর্শিদাবাদের বেলডাঙায় মোট ৫টি এফআইআর দায়ের হয়। এফআইআরগুলিতে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়। সূত্রের খবর, মূলত ২ ধরণের অভিযোগ তোলা হয়েছে। একদিকে যেমন ভুয়ো জব কার্ড তৈরি করে অনেকের কাছে টাকা পাঠানো হয়েছে। পরিবর্তে এমন অনেকে রয়েছেন, যাঁরা কাজ করেও টাকা পাননি। আবার ভুয়ো বিল তৈরি করেও তার মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ।

এদিন সাত সকালে বহরমপুর থানার ৩৭/১-এর মধুপুর বিষ্ণুপুর রোডের রথীন্দ্রনাথ দে-এর বাড়িতে পঞ্চায়েতে আর্থিক তছরূপের অভিযোগে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে একশো দিনের প্রকল্পে প্রায় ৪ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। বিষ্ণুপুর এলাকায় বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়ি ঘিরে রেখেছে বিএসএফ জওয়ানরা। ভিতরে ঢুকে তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা। নওদা পঞ্চায়েতের বহিস্কৃত নির্মাণ সহায়ক এই রথীন্দ্রনাথ দে। রথীন্দ্রনাথ দের বিরুদ্ধে ২০১৭ সালে ১০০ দিনের কাজের টাকা তছরুপের অভিযোগে ওঠে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। সূত্রের খবর, প্রায় ৪ কোটি টাকা তছরুপ করা হয়েছিল সেই সময়। তছরুপের টাকা নিজের ও বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। রথীন্দ্রনাথ দে মুর্শিদাবাদ জেলার নওদা গ্রাম পঞ্চায়েতের সচিব ছিলেন। নওদা থানাতে অভিযোগ দায়ের হয়েছিল। পঞ্চায়েত থেকে তাঁকে সাসপেন্ড করা হয়। পরে ঘটনার তদন্তের দায়িত্ব ইডির হাতে আসে। এদিন সকালে ইডি রথীন্দ্রনাথ দের বিষ্ণুপুরের বাড়িতে হানা দেয়। গোটাবাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাইরে থেকে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিতর থেকে কাউকে বাইরে বেরোতেও দেওয়া হচ্ছে।

অন্যদিকে আার এদিনই সাতসকালে ঝাড়গ্রামের এক WBCS অফিসারের বাড়িতে অভিযান চালান ইডি কর্তারা। সূত্রের খবর, জাতিগত শংসাপত্র নিয়ে জালিয়াতিকাণ্ডে চালানো হয় এই তল্লাশি। এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি টিম বাছুরডোবায় ওই আধিকারিকের বাড়িতে হাজির হয়। গোটা এলাকা মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায় চাদড়ে। আবাসনের বাইরে মোতায়েন করা হয় বাহিনীর জওয়ানদের।

প্রীতম বন্দ্যোপাধ্যায় এর বিষয়ে

প্রীতম বন্দ্যোপাধ্যায়
প্রীতম বন্দ্যোপাধ্যায়

গত কয়েক বছর যাবত সাংবাদিকতার সঙ্গে যুক্ত প্রীতম। টেলিভিশন হোক বা ডিজিটাল মিডিয়া, সমস্ত মাধ্যমেই তিনি সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ফিল্ড রিপোর্টিং এবং ক্যামেরার সামনে ও পিছনে কাজের বিচিত্র অভিজ্ঞতা। বর্তমানে যুক্ত এই সময় ডিজিটাল-এর আঞ্চলিক সংবাদ ডেস্কে। রাজনীতি ছাড়াও খবরের বিভিন্ন আঙ্গিকে তাঁর যাতায়াত রয়েছে। অবসরে বাংলা লোক সংগীত পরিবেশনা, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, বাইক রাইডিং, জঙ্গল সাফারি ও অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর প্রতি রয়েছে প্রীতমের বিশেষ আগ্রহ।… Read More
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *