Fake Passport Scam : ভুয়ো পাসপোর্টধারী আশ্রয় চান ক্যানাডায়, যাত্রীকে নিয়ে রহস্য – one flight passenger caught at bagdogra airport with fake passport


এই সময়, শিলিগুড়ি: সোনা পাকড়াও করতে গিয়ে হাতে এল ভুয়ো পাসপোর্ট সমেত এক বিমানযাত্রী। তার কথায় অসঙ্গতি থাকায় রহস্য বেড়েছে। বাগডোগরা বিমানবন্দরের ঘটনা। গত ৩১ জানুয়ারি চেন্নাই থেকে ওই সিনিয়র সিটিজেন বাগডোগরা নামার পরে পুলিশ এবং বিমানবন্দরের অভিবাসন দপ্তরের কর্মীরা তল্লাশি চালাতে গিয়ে তাঁর কাছ থেকে দু’টি পাসপোর্ট উদ্ধার করেন।

দু’টি পাসপোর্টে ওই ব্যক্তির ছবি থাকলেও নাম আলাদা ছিল। বিমানবন্দরের কর্মীদের চোখ কপালে ওঠে, যখন তাঁরা জানতে পারেন যে, ওই ভুয়ো পাসপোর্ট দেখিয়েই তিনি অন্তত দশ বার ভারত থেকে ক্যানাডায় যাতায়াত করেছেন। ২০০৪ সাল থেকে ভুয়ো পাসপোর্ট দেখিয়ে কী ভাবে তিনি ভিসা জোগাড় করে বারবার ক্যানাডায় গেলেন, তা মাথায় ঢুকছে না তদন্তকারীদের।

ধৃত ব্যক্তিকে নিয়ে সন্দেহ আরও গাঢ় হয় ধৃতের হেফাজত থেকে একটি নথি উদ্ধারের পরে। ওই নথি অনুসারে ধৃত ব্যক্তি নিজেকে ভারতে ‘উৎপীড়িত’ বলে দাবি করে ক্যানাডা সরকারের কাছে আশ্রয় চেয়েছেন। চেন্নাইয়ে কী এমন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলো যে, ওই ব্যক্তিকে ক্যানাডা সরকারের কাছে আশ্রয় চাইতে হলো, সেটাও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে।

ক্যানাডার পাসপোর্টে ওই ব্যক্তি নিজেকে আয়ূব খান বলে দাবি করলেও ভারতীয় পাসপোর্টে তাঁর নাম লেখা রয়েছে শ্রীধরন শিন্ডে। পেশায় তিনি শ্রমিক সরবরাহকারী। ভারত থেকে ক্যানাডায় শ্রমিক সরবরাহ করেন। তাঁর দাবি, তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে বাগডোগরায় এসেছিলেন। ওই বন্ধুর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বাগডোগরা বিমানবন্দরের অভিবাসন দপ্তর ধৃত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরে ১ ফেব্রুয়ারি তাঁকে শিলিগুড়ি কোর্টে তোলা হয়। আদালতের অনুমতি নিয়ে ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে রাখার পরে মঙ্গলবার ফের শিলিগুড়ি আদালতে হাজির করানো হয়। যে দিন ওই ব্যক্তিকে বাগডোগরা বিমানবন্দর থেকে আটক করা হয়, সেদিন পুলিশের কাছে খবর ছিল যে, বিমানে কেউ একজন প্রচুর পরিমাণে বেআইনি সোনা নিয়ে বিমানবন্দরে নামবে।

সেই কারণেই বিমানবন্দর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যুরো অব ইমিগ্রেশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুশান্ত মল্লিকের নেতৃত্বে বিমান থেকে নামা প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করে দেখা হয়। সেই সময়েই আটক হন এই ব্যক্তি। তল্লাশির সময়ে তার কাছে পাসপোর্ট মেলে। দেশের মধ্যে বিমানে যাতায়াত করতে হলে সাধারণ পরিচয়পত্র হলেই চলে। পাসপোর্টের প্রয়োজন হয় না। কেন ওই ব্যক্তি পাসপোর্ট নিয়ে ঘুরছেন, সেটা খতিয়ে দেখতে গিয়েও নানা গরমিল ধরা পড়ে।

Kolkata To Bagdogra Flight : কলকাতা-শিলিগুড়ি স্পাইসজেট বিমানে অশালীন আচরণের অভিযোগ
পুলিশের দাবি, হেফাজতে নেওয়ার পরে ধৃতের কাছ থেকে যে তথা মিলেছে, তা যাচাই করে দেখছে রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর। এই ব্যাপারে চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ধৃতের পাসপোর্ট বাতিলের জন্য পদক্ষেপ করা হচ্ছে। ধৃত ব্যক্তির সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, সেটাও যাচাই করা হচ্ছে। আদতে তিনি সত্যিই ক্যানাডায় শ্রমিক পাঠাতেন কি না, তা নিয়েও খোঁজ-খবর শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *