বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে সম্প্রতি নাম জড়িয়েছে সুকেশ চন্দ্রশেখরের। তার পর থেকেই খানিক লো প্রোফাইল মেন্টেন করেন জ্যাকি। পাবলিক প্ল্যাটফর্মেও ইদানিং বিশেষ দেখা যায় না তাঁকে। শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নামও বেশ কষ্ট করেই মনে করতে হয়। আগামীদিনে তেমন বড় কোনও প্রজেক্টে যুক্ত আছেন বলেও শোনা যায়নি অফিসিয়ালি কিছু। সবমিলিয়ে নিজেকে অনেকটা আড়াল করে রেখেছেন তিনি আপাতত। এদিন তাঁকে মুম্বই এয়ারপোর্টে দেখা গেল একেবারে সিম্পল সাদা ড্রেসে। এদিন জাস্ট মিষ্টি হেসে বেরিয়ে গেলেন জ্যাকলিন। চিত্র সাংবাদিকদের খুব বেশি সময় দিলেন না। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। বিনোদন দুনিয়ার সমস্ত খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.