Kolkata Metro : গঙ্গার নীচে ঘণ্টায় ৯১ কিমি বেগে মেট্রোর স্পিড ট্রায়াল, পরিষেবা চালু শুধুই সময়ের অপেক্ষা? – ccrs inspection in kolkata metro east west corridor under ganga river tunnel for second day


সোমবারের পর মঙ্গলবার ফের হাওড়া ময়দান থেকে গ্রিন লাইনে এসপ্ল্যানেড পর্যন্ত সমস্ত স্টেশন পরিদর্শন করলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি (CCRS) শ্রী জনক কুমার গর্গ। রেলওয়ে নিরাপত্তার প্রধান কমিশনার এদিন একটানা দ্বিতীয় দিনের জন্য হাওড়া ময়দান থেকে গ্রিন লাইনের এসপ্ল্যানেড পর্যন্ত স্টেশনগুলি পরিদর্শন করেন। এর আগে সোমবার একটি ট্রলিতে হুগলি নদীর তলদেশে এই করিডোরের একই অংশ এবং টানেল পরিদর্শন করেন তিনি। এক প্রেস বিজ্ঞপ্তিতে মেটো কর্তৃপক্ষ জানাচ্ছে, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ CCRS-এর পরিদর্শন এবং অনুমোদন এই অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা চালু করার জন্য আবশ্যক৷

জনক কুমার গর্গ এদিন হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এই অংশের পরিদর্শন শুরু করেন। তিনি হুগলি নদীর তলদেশে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত একটি মেট্রোতে ভ্রমণ করেন এবং প্রবেশ ও প্রস্থান গেট, এএফসি-পিসি গেট, টিকিট সিস্টেম, কিউআর কোড ভিত্তিক টিকিট সিস্টেম, স্টেশন কন্ট্রোল রুম, এয়ার কন্ডিশনিং সিস্টেম, ট্র্যাকশন সাব-সিস্টেম, ব্যাক আপ কন্ট্রোলও পরিদর্শন করেন। এছাড়াও এসকেলেটর, লিফ্ট, সাইনেজ বোর্ড, ফায়ার ডিটেকশন ও সাপ্রেশন সিস্টেম, ফায়ার অ্যালার্মের দক্ষতা, ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম, ব্লু লাইট সিস্টেম এবং প্রতিটি স্টেশনের যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিও পরীক্ষা করে দেখেন।

হাওড়া স্টেশনে পূর্ব রেলওয়ে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে যাত্রী বিনিময় পয়েন্টগুলিও পরিদর্শন করেন সিসিআরএস। এই স্টেশনটি আগামীদিনে কলকাতা মেট্রো এবং পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলওয়ে নেটওয়ার্কের একটি জংশন হতে চলেছে৷ আগামী দিনে লাখ লাখ যাত্রী তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য এই স্টেশনটি ব্যবহার করবেন বলে আশা করা হচ্ছে।

পরে সিসিআরএস-এর উপস্থিতিতে, CBTC সিগন্যালিং সিস্টেমও পরীক্ষা করে দেখা হয়। করা অ্যান্টি-কলিশন টেস্ট। সন্ধ্যায় স্পিড ট্রায়ালও করা হয়। স্পিড ট্রায়ালের সময় হাওড়া থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত সর্বোচ্চ ৯১ কিলোমিটার গতিতে রেক চালানো হয়। এই পরিদর্শনের সময় চিফ কমিশনার অফ রেওয়েল সেফটি ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

প্রসঙ্গত, গঙ্গার তলা দিয়ে কবে চলবে মেট্রো, সেই অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। কারণ এটি হলে হাওড়া এবং কলকাতার মধ্যে যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে। তারই মাঝে এবার পরপর দু’দিন লাইন খতিয়ে দেখলেন সিসিআরএস। সেক্ষেত্রে খুব শীঘ্রই এই লাইনে পরিষেবা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *