Mamata Banerjee : দিল্লি থেকে ফিরে মমতার বাড়িতে অভিষেক, রাজ্যসভার প্রার্থী নিয়ে বৈঠক? জল্পনা – abhishek banerjee went to mamata banerjee house today and done a meeting


অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে তাঁর দেখা না মেলায় বিভিন্ন জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিকমহলের একাংশে। তারই মাঝে এবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সঙ্গে এদিন দুপুরে প্রায় পৌনে দু’ঘণ্টা বৈঠক হয়েছে অভিষেকের। বৈঠক সেরে অবশ্য তৃণমূলের প্রধান ‘সেনাপতি’ নিজের বাড়ির অফিসে চলে যান বলেই খবর। তবে এদিন মমতা ও অভিষেকের মধ্যে ঠিক কী বিষয়ে কথা হয়েছে, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবে তৃণমূলের একটি সূত্রের খবর, রাজ্যসভা ভোটের প্রার্থী নিয়ে কথা হয়েছে তৃণমূলের এই দুই শীর্ষ নেতৃত্বের। প্রসঙ্গত, রাজ্যের পাঁচটি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। পরিসংখ্যান বলছে, বিধায়ক সংখ্যার নিরিখে তার মধ্যে চারটি পাবে তৃণমূল। একটিতে জেতার কথা বিজেপি মনোনীত প্রার্থীর। আর এদিন সেই তালিকা নিয়েই মমতা ও অভিষেকের আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তৃণমূলের একটি শীর্ষ সূত্রের তরফে দাবি করা হয়েছে, ফাঁকা হওয়া আসনে নতুন কিছু মুখকেও দাঁড় করানো হতে পারে। প্রসঙ্গত, রাজ্যসভার মনোনয়ন পেশ শুরু শুক্রবার, যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ২০ ফেব্রুয়ারি। সূত্রের খবর, সাধারণত বৃহস্পতিবার ঘাসফুল শিবিরের তরফে কোনও দলীয় কর্মসূচি করা হয় না। সেক্ষেত্রে রইল পড়ে বুধবার। সুতরাং ওই দিনই প্রার্থী ঘোষণার হওয়ার সম্ভাবনা বেশি। বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার পাঁচ সাংসদ শান্তনু সেন, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং অভিষেক মনু সিঙ্ঘভি। তবে এবার সংখ্যাতত্ত্বের বিচারে একটি আসন বিজেপির কার্যত নিশ্চিত। সেই জায়গা থেকে এবারের রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে কার কার নাম ঘোষণা করে তৃণমূল, সেটাই এখন দেখার। তৃণমূলের নবীন – প্রবীণ দ্বন্দ্ব ইস্যুতে সম্প্রতি তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি। সেই সময় দলের বিভিন্ন নেতাকে নানা ধরণের মন্তব্য করতেও দেখা যায়। এরই মাঝে রেড রোডে ধরনা অবস্থানে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ধরনা মঞ্চে দলের বিভিন্ন নেতা নেত্রীকে দেখা গেলেও, দেখা পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে। কিন্তু এবার ফের একবার মমতার বাড়িতে দেখা গেল অভিষেককে, যা তৈরি হওয়া জল্পনার মাঝে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রীতম বন্দ্যোপাধ্যায় এর বিষয়ে

প্রীতম বন্দ্যোপাধ্যায়
প্রীতম বন্দ্যোপাধ্যায়

গত কয়েক বছর যাবত সাংবাদিকতার সঙ্গে যুক্ত প্রীতম। টেলিভিশন হোক বা ডিজিটাল মিডিয়া, সমস্ত মাধ্যমেই তিনি সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ফিল্ড রিপোর্টিং এবং ক্যামেরার সামনে ও পিছনে কাজের বিচিত্র অভিজ্ঞতা। বর্তমানে যুক্ত এই সময় ডিজিটাল-এর আঞ্চলিক সংবাদ ডেস্কে। রাজনীতি ছাড়াও খবরের বিভিন্ন আঙ্গিকে তাঁর যাতায়াত রয়েছে। অবসরে বাংলা লোক সংগীত পরিবেশনা, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, বাইক রাইডিং, জঙ্গল সাফারি ও অ্যাডভেঞ্চার স্পোর্টস-এর প্রতি রয়েছে প্রীতমের বিশেষ আগ্রহ।… Read More
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *