কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শহর কলকাতা থেকে শীত কার্যত উধাও। সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাছন্ন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। এর রাতে তিন ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বেড়েছে। বুধবার থেকে শুষ্ক থাকবে শহর কলকাতার আবহাওয়া। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ।
আগামী তিন থেকে চার দিন সেভাবে আবহাওয়ার বদলের কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্কই থাকবে আবহাওয়া। সকালের দিকে শহরে দৃশ্যমানতা কমবে কুয়াশার জন্য। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে পরিস্থিতি।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আপাতত তিনদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী দুই দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছিল। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে। কিন্তু, বুধবার থেকে পরিষ্কার থাকবে আকাশ। তাপমাত্রার বিশেষ হেরফেরের কোনও সম্ভাবনা নেই।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দার্জিলিঙে চলবে বৃষ্টিপাত। কালিম্পঙে শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকার সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
দার্জিলিং এ বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পং এ শিলাবৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।